টাইব্রেকারে ওমান-জয়, গুরপ্রীতের হাতেই ব্রোঞ্জ

ভারত ১ (৩) ওমান ১ (২) (উদান্তা) (ইয়াহমাদি)

Must read

হিসোর, ৮ সেপ্টেম্বর : জাতীয় দলের কোচ হিসাবে অভিষেক টুর্নামেন্টেই চমক খালিদ জামিলের। ফিফা র‍্যা ঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করল ভারত। সোমবার নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র থাকার সুবাদে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর পেনাল্টি শুটআউটে বাজিমাত ভারতের (india)। প্রসঙ্গত, ওমানের বিরুদ্ধে এটাই ভারতের প্রথম জয়।

টাইব্রেকারে ভারতের (india) হয়ে হয়ে গোল করেন ছাংতে, রাহুল ভেকে ও জিতিন। ব্যর্থ হন আনোয়ার আলি এবং উদান্ত সিং। অন্যদিকে, ওমান নিজেদের প্রথম চারটি শটের দু’টিই মিস করেছিল। এই পরিস্থিতিতে ওমানের পঞ্চম শট রুখে দিয়ে ম্যাচের নায়ক ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।

আরও পড়ুন-স্থায়ী স্পনসর চেয়ে চিঠি দিল ক্লাবজোট

এদিন ম্যাচের শুরুতে অবশ্য দাপট দেখিয়েছিল ওমান। প্রথম ১০ মিনিট টানা আক্রমণ শানিয়ে ভারতীয় রক্ষণকে রীতিমতো চাপে রেখেছিলেন ওমানের ফুটবলাররা। তবে ১৩ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন আনোয়ার। বক্সের মধ্যে ফাঁকায় বল পেলেও আনোয়ার সরাসরি হেড করেন বিপক্ষ গোলকিপারের হাতে। এর কয়েক মিনিট পরেই ভেকে ও গুরপ্রীতের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান ওমানের আর রাওয়াহি। কিন্তু তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে কোনও গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়াতে থাকে ওমান। ৫৫ মিনিটে গোলও তুলে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস থেকে বল পেয়ে জোরালো শটে গুরপ্রীতকে পরাস্ত করেন জামিল আল ইয়াহমাদি। পিছিয়ে পড়ার পর মরিয়া খালিদ মাঠে নামিয়ে দিয়েছিলেন উদান্তা ও সুরেশ সিংকে। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই ১-১ করে দেন উদান্তা। ৭৮ মিনিটে ভেকের লম্বা থ্রো দানিশ ফারুকের মাথা ছুঁইয়ে উদান্তার কাছে যেতেই শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে হেডে গোল করেন তিনি। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন ওমানের আলি সুলেমান আল বুসাইদি। ফলে ১০ জনে হয়ে গিয়েছিল তারা। এরপর টানটান উত্তেজনার মধ্যে টাইব্রেকারে দলকে দুর্দান্ত জয় এনে গুরপ্রীত। ওমানের হয়ে পঞ্চম শট নিতে এসেছিলেন ইয়াহমাদি। তাঁর শট বাঁচিয়ে দেন গুরপ্রীত।

Latest article