ইসলামাবাদ, ৪ ফেব্রুয়ারি : ডেভিস কাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ভারত। ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে পাকিস্তানকে ৪-০ ফলে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে জায়গা করে নিলেন য়ুকি ভামরিরা। এই নিয়ে ডেভিস কাপে দু’দেশের মুখোমুখি সাক্ষাৎকারে আপাতত ৮-০ ব্যবধানে এগিয়ে রইল ভারত।
শনিবার প্রথম দু’টি সিঙ্গলস জিতে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন রামকুমার রমানাথন ও শ্রীরাম বালাজি। রবিবার য়ুকি ভামরি ও সাকেত মাইনেনি ডাবলস ম্যাচ জিততেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। এরপর ফিরতি দু’টি সিঙ্গলসের প্রথমটিতে ভারতের নিকি পুঞ্চা স্ট্রেট সেটে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের নিষ্পত্তি আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায়, শেষ সিঙ্গলস ম্যাচ আর হয়নি।
আরও পড়ুন-করণদিঘিতে গড়ে উঠছে ইকো ট্যুরিজম পার্ক
এদিন য়ুকি-মাইনেনি জুটি কোর্টে নেমেছিলেন পাকিস্তানের মুজাম্মিল মুর্তাজা ও আকিল খানের বিরুদ্ধে। প্রথম সেট সহজে জিতলেও, দ্বিতীয় সেটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল য়ুকিদের। শেষ পর্যন্ত ৬-২, ৭-৬ (৭/৫) সেটে ম্যাচ পকেটে পোরেন ভারতীয় জুটি। দ্বিতীয় সেটের ফয়সলা হয়েছে টাইব্রেকারে। এই জয়ের পরেই শেষ দু’টি সিঙ্গলস ম্যাচ হয়ে পড়েছিল নেহাতই নিয়মরক্ষার। এরপর ফিরতি সিঙ্গলসে পাকিস্তানের মহম্মদ শোয়েবের মুখোমুখি হন নিকি পুঞ্চা। অভিষেক ডেভিস কাপ ম্যাচেই নজর কাড়লেন দীর্ঘদেহী নিকি। তিনি ৬-৩, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দেন পাক প্রতিদ্বন্দ্বীকে। দীর্ঘ ৬০ বছর পর পাকিস্তানে ডেভিস কাপের ম্যাচ খেলতে এসেছিল কোনও ভারতীয় টেনিস দল। তাই এই জয় আক্ষরিক অর্থেই ঐতিহাসিক।