খেলা

হার্দিকদের শাসনে সিরিজ

আমেদাবাদ, ১৯ ডিসেম্বর: সাড়ে তিন মাস পর এই আমেদাবাদেই টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রেখে ২০২৩-এর যন্ত্রণা ভোলার স্বপ্ন দেখছে ভারত (India vs South Africa)। শনিবার কুড়ির বিশ্বকাপের দল ঘোষণা। তার আগের দিন সেই মোতারাতেই আরও এক টি-২০ সিরিজ জিতে বছর শেষ করল মেন ইন ব্লু। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের। জয়ের মধ্যেও কাঁটা অধিনায়ক সূর্যকুমার যাদবের খারাপ ফর্ম। ছন্দে না থাকা শুভমন গিলকে তো বাইরে রেখেই ম্যাচ জিতল দল। কিন্তু এটাও ঠিক, সূর্যর নেতৃত্বে ভারত কোনও সিরিজই হারেনি। এদিন ব্যাটে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা এবং বল হাতে বরুণ চক্রবর্তীর বিক্রমেই ম্যাচ ও সিরিজ মুঠোয় নিল টিম ইন্ডিয়া (India vs South Africa)। ম্যাচের সেরা হার্দিক। সিরিজ সেরা বরুণ।

গিলের পরিবর্তে ফেরেন সঞ্জু স্যামসন। পাওয়ার প্লে-তে অভিষেক (৩৪) ও সঞ্জুর (৩৭) ওপেনিং জুটিতে ওঠে ৬৩ রান। অনেকদিন পর খেলার সুযোগ পেয়ে ভাল শুরু করেও অর্ধশতরান করার আগেই ফিরলেন সঞ্জু। অধিনায়ক সূর্য (৫) এদিনও ব্যর্থ। তিনি আউট হওয়ার পর গম্ভীরের হতাশ মুখ দেখা গেল। এরপর নতুন মোতেরা শাসন করেন হার্দিক ও তিলক। দু’জনেই অর্ধশতরান করেন। তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর সবচেয়ে বেশি নির্দয় ছিলেন হার্দিক। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন তারকা অলরাউন্ডার। ভারতীয়দের মধ্যে যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি হার্দিকের।

জর্জ লিন্ডের এক ওভারে আসে ২৭ রান। তিলক একটি ছক্কা হাঁকান। হার্দিক দু’টি ছয় এবং দু’টি বাউন্ডারি মারেন। এই মাঠে প্রচুর ম্যাচ খেলেছেন হার্দিক। তাঁকে থামাতে পারছিলেন না দক্ষিণ আফ্রিকার বোলাররা। হার্দিক-তিলকের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ১০৫ রান। হার্দিক-ঝড় থামে শেষ ওভারে। ওটনিল বার্টম্যানের বলে আউট হন ভারতীয় অলরাউন্ডার। মাত্র ২৫ বলে ৬৩ রান করেন হার্দিক। উল্টোদিক থেকে দাপুটে ব্যাটিং করে শেষ ওভারেই রান আউট হয়ে ফেরেন তিলক। তাঁর অবদান ৪২ বলে ৭৩। দক্ষিণ আফ্রিকার সামনে ভারত লক্ষ্য দেয় ২৩২ রানের। জবাবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি’কক ও রিজা হেনড্রিক্স আগ্রাসী মেজাজে শুরু করেন। পাওয়ার প্লে-তেই ৬৯ রান উঠে যায়। সপ্তম ওভারে রিজাকে ফিরিয়ে ব্রেক-থ্রু দেন সেই বরুণ। তিন ওভার পর ভয়ঙ্কর হয়ে ওঠা ডি’কককে আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি আনেন বুম বুম বুমরা। তবে রান দিলেও ঠিক সময়ে উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা নিলেন বরুণ। রান দিলেও একাই ৪ উইকেট নিয়ে ভারতের জয়ের পথ প্রশস্ত করেন কেকেআরের রহস্য স্পিনার। দক্ষিণ আফ্রিকা থামল ২০১-৮ স্কোরে।

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

8 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

13 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

22 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

58 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

2 hours ago