খেলা

সূর্য-তেজে দুশো পার, সমতা কুলদীপ জাদুতে

জোহানেসবার্গ: ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা (India- South Africa) ছিল ৭৫/৫। অদ্ভুতভাবে রাতের দিকে বল অনেকটা ঘুরল। আর স্পিনারদের বল থমকে এল। সূর্য পায়ে চোট পাওয়ায় নেতৃত্ব দিলেন রবীন্দ্র জাদেজা। তিনি স্পিনারদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর কুলদীপের ভেলকিতে পরপর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন উঠতে পারে, ওয়ান্ডারার্সে বল এত ঘুরল কীভাবে। উত্তর যাই আসুক, ভারত তৃতীয় ম্যাচ ১০৬ রানে জিতে টি-২০ সিরিজ সমতায় রেখে দিল। বাড়তি সংযোজন, জন্মদিনে ১৭ বলে ১৭ রান দিয়ে ৫ উইকেট কুলদীপ যাদবের।

টার্নার বানিয়ে বুমেরাং হল আফ্রিকানদের? বল শুধু গ্রিপ করেনি, পরের দিকে এত থমকে এসেছে যে স্ট্রোক খেলতে গিয়ে টপ এজ করে আউট হয়েছেন মার্করামের মতো কয়েকজন। আগের ম্যাচে হেনড্রিকস একাই অর্শদীপদের উড়িয়ে দিয়েছিলেন। এখানে তিনি আউট হলেন ৮ রান করে। ক্লাসেন (৫), ব্রিটজিক (৪), মার্করাম (২৫) কেউ এদিন ভারতীয় স্পিনের মোকাবিলা করতে পারেননি। একমাত্র মিলার (৩৫) কিছুটা লড়লেন। কিন্তু উল্টোদিকে কাউকে পাননি। পেলে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যেত না দক্ষিণ আফ্রিকা।
পারথ আর জোহানেসবার্গের মধ্যে একটা চিরকালীন মিল ছিল। সেটা এই যে, দুটো মাঠই ফাস্ট বোলারদের স্বর্গ ছিল। সময়ের সঙ্গে চরিত্র বদলেছে। এখন আর গায়ের উপর বল আসে না। কিন্তু দুটো মাঠেই বৃহস্পতিবার দুই ব্যাটারকে এমন দাদাগিরি করতে দেখা গেল যে, মনে হল মাঝে কয়েক হাজার মাইলের ব্যবধান থাকলেও মিল কোথাও আছেই দুই মহাদেশের ঐতিহ্যের মাঠে।
ওয়ার্নারের জন্য মোটিভেশন যদি মিচেল জনসন হন, তাহলে সূর্যকুমার যাদবের কে? ব্যক্তি নন, হতে পারে বিশ্বকাপ ব্যর্থতা। হতে পারে তিনি কেন একদিনের দলে, এই প্রশ্ন ওঠা। ওয়ান্ডারার্সে ৫৫ বলে সেঞ্চুরি করে গেলেন স্কাই। শেষমেশ ৫৬ বলে ১০০ করে ফিরলেন ভারতকে দুশোর দরজায় পৌঁছে দিয়ে। সাতটি চার, আট ছক্কা। এখানে সূর্য সেটাই করলেন, যা ডেনিস লিলির ওয়াকাতে এদিন শাহিন আফ্রিদিদের নিয়ে করেছেন ওয়ার্নার।

আরও পড়ুন- ধান কেনায় স্বচ্ছতা আনতে একাধিক দাওয়াই রাজ্যের

মার্করাম ভারতকে (India- South Africa) আগে ব্যাট করতে দেওয়ার পর ২৯ রানের মধ্যে শুভমন (৮) ও তিলক (০) ফিরে যান। মজার ব্যাপার হল ফাস্ট বোলারদের বুড়ো আঙুল দেখিয়ে প্রথম দুটো উইকেট নিয়ে গেলেন স্পিনার কেশব মহারাজ। পরের উইকেটে অবশ্য ১১২ রানের পার্টনারশিপ খেললেন যশস্বী জয়সোয়াল (৬০) ও সূর্যকুমার যাদব(১০০)। টি-২০ ক্রিকেটে সূর্যর এটা চতুর্থ সেঞ্চুরি।
ভারত ২০ ওভারে ২০১/৭ করলেও কয়েকটি জিনিস নিয়ে আলোচনার ব্যাপার রয়েছে। শুভমন রান পাচ্ছেন না। তিলক আবার ব্যর্থ । জিতেশও (৪)। জাদেজা (৪) রান আউট হয়ে গেলেন কিছু না করেও। রিঙ্কু(১৪) এদিন রান পাননি। তিনি রান পেয়ে গেলে ভারত আরও কিছুটা যেত। কখনও মিডল অর্ডার, কখনও লোয়ার মিডল অর্ডার ভেঙে পড়ছে। আর ছ’মাস বাকি টি ২০ বিশ্বকাপের। দ্রাবিড়কে ভাবতে হবে। কুলদীপ জাদুতে অনায়াসে ম্যাচ জিতে এসব যেন এবার কার্পেটের তলায় না চলে যায়!

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 minute ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago