খেলা

অভিষেকের ব্যাটে প্রত্যাবর্তন

হারারে, ৭ জুলাই : রাজকীয় প্রত্যাবর্তন একেই বলে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবিটা! যে পিচে আগের দিন ১১৬ রান তাড়া করতে পারেননি। রবিবার সেই পিচেই প্রথমে ব্যাট করে দুশোর বেশি রান তুললেন ভারতীয় ব্যাটাররা (India- Zimbabwe)। সৌজন্যে অভিষেক শর্মা। তাঁর দুরন্ত সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে ২৩৪ রান তুলেছিল ভারত। জবাবে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল জিম্বাবোয়ে। ফলে ১০০ রানের বড় ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালেন শুভমনরা।
শনিবার টিম ইন্ডিয়ার (India- Zimbabwe) জার্সিতে অভিষেক ম্যাচে শূন্য করেছিলেন। সেই আফসোস এদিন সুদে-আসলে পুষিয়ে দিলেন বাঁ হাতি ওপেনার। টানা তিনটি ছয় মেরে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। পরের বলেই অবশ্য ছয় হাঁকাতে গিয়ে আউট হলেন। ততক্ষণে অবশ্য নজির গড়ে ফেলেছেন অভিষেক। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি করলেন।

আরও পড়ুন: প্যাকেটবন্দি খাবারে চিনি, নুন, ফ্যাটের মাত্রা স্পষ্ট করার নির্দেশ

তবে এদিন ভারতীয় ইনিংসের শুরুটা মোটেই ভাল হয়নি। স্কোরবোর্ডে মাত্র ১০ রান যোগ হতে না হতেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন অধিনায়ক শুভমন গিল (২)। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন অভিষেক ও ঋতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে মাত্র ৭৬ বলে ১৩৭ রান যোগ করে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন। অভিষেক ৪৭ বলে ৭টি চার ও ৮টি ছয় মেরে ১০০ করে আউট হলেও, ঋতুরাজ ৭৭ করে নট আউট থেকে যান। তাঁর ৪৭ বলের ইনিংসে ছিল ১১টি চার চার ও ১টি ছয়।
অনেকদিন পর চেনা ফর্মে পাওয়া গেল রিঙ্কু সিংকে। আইপিএলে সেভাবে ব্যাট করার সুযোগ পাননি। তবে এদিন মাত্র ২২ বলে অপরাজিত ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দিলেন রিঙ্কু। তিনি ২টি চার ও ৫টি ছয় হাঁকিয়েছেন। এই ম্যাচে খলিল আহমেদের বদলে একজন অতিরিক্ত ব্যাটার হিসাবে সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় দলে অভিষেক ম্যাচে ব্যাট করার সুযোগই পেলেন না তিনি।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই মুকেশ কুমারের শিকার হন জিম্বাবোয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া (৪)। তিনে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট শুরু থেকেই চালাচ্ছিলেন। কিন্তু ৯ বলে ২৬ রান করে তিনি মুকেশের দ্বিতীয় শিকার হন। এরপর আবেশ খান এক ওভারে ডিওন মেয়ার্স (০) ও সিকান্দর রাজাকে (৪) প্যাভিলিয়নে ফেরালে মাত্র ৪৬ রানেই ৪ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে কিছুটা লড়লেন ওয়েসলি মাধেভেরে (৩৯ বলে ৪৩) ও লুক জঙ্গে (২৬ বলে ৩৩)। ভারতীয় বোলারদের মধ্যে মুকেশ ও আবেশ তিনটি করে উইকেট পান। রবি বিষ্ণোইয়ের ঝুলিতে ২ উইকেট। এদিকে, ম্যাচের সেরা হয়ে অভিষেক বলেন, ‘‘প্রথম ম্যাচে হারের পর এই জয় দারুণ উপভোগ করছি। আমি নিজেও সেঞ্চুরি করলাম। কোচ এবং অধিনায়ককে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। শুরুতে একবার জীবনদান পাওয়ার পরেই মনে হয়েছিল, দিনটা আমার।’’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago