জলাধার বন্ধ করে পাকমুখী চেনাবের জল রুখল ভারত

Must read

প্রতিবেদন: সিন্ধু জলচুক্তি বাতিলের ঘোষণার পর পাকিস্তানের দিকে জল যাওয়া আটকাতে প্রথম কার্যকরী পদক্ষেপ করল ভারত। সাময়িকভাবে বন্ধ করা হল চেনাব নদীর (Chenab River) জল। সিন্ধু জলচুক্তি বাতিল হলে জল না পেয়ে শুকিয়ে মরতে হবে পাকিস্তানকে। পহেলগাঁও হামলার পরপরই এই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে এতদিন তার পক্ষে কোনও বাস্তবমুখী পদক্ষেপ দেখা যায়নি। সোমবারই প্রথম দেখা গেল চেনাব নদীর জল বন্ধ করল ভারত। এই পদক্ষেপ সাময়িক হলেও তা যে পাকিস্তানকে স্পষ্ট বার্তা, দাবি করেছেন রাজনীতিকরা। প্রাথমিকভাবে একটি জলাধার থেকে জল বন্ধ হওয়ার পরে অন্য একটি জলাধার থেকেও জল বন্ধের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। চেনাব নদীর উপর বাগলিহর জলাধার থেকে প্রাথমিকভাবে জল ছাড়া বন্ধ করা হয়েছে। তার ফলে সোমবারই চেনাব নদীর বিস্তীর্ণ অববাহিকা জলশূন্য অবস্থায় দেখা যায়। এই নদীর জলও সিন্ধু জলচুক্তির অন্তর্গত। এই বাগলিহর বাঁধ তৈরির সময়ই পাকিস্তানের তরফে আপত্তি জানানো হয়েছিল। পাক সরকারের আশঙ্কা ছিল, দ্বিপাক্ষিক জটিল পরিস্থিতিতে এই বাঁধ বন্ধ করে ভারত তাদের সমস্যায় ফেলবে। পহেলগাঁও কাণ্ডের পর সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণ করল ভারত। যদিও এই পদক্ষেপ সাময়িক বলে দাবি কূটনীতিকদের। কারণ বাগলিহর জলাধারের জলধারণ ক্ষমতা সীমিত। জল বেশি ধরে রাখলে বিপদে পড়বে জম্মুর বিস্তীর্ণ এলাকা। সেখানে প্লাবন দেখা দিতে পারে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই সময়ে এমনিতেই নদীগুলি জলে পরিপূর্ণ। তাই চেনাবের জল বন্ধ করা পাকিস্তানের প্রতি সাময়িক ‍‘বার্তা’ বলে মনে করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সতর্ক করতে ও জঙ্গিদের মদত দেওয়ার জন্য চাপে রাখতেই মূলত এই পদক্ষেপ। শুধুমাত্র বাগলিহর বাঁধ নয়, এবার চেনাবের (Chenab River) উপর অন্য বাঁধ থেকে জল ছাড়া নিয়েও অন্য পথে হাঁটার পরিকল্পনা কেন্দ্রের সরকারের। বন্দিপোরায় কিষাণগঙ্গা বাঁধ থেকেও জল ছাড়া বন্ধ করার পরিকল্পনা আছে কেন্দ্রের।

আরও পড়ুন: জেলবন্দি চিন্ময়কৃষ্ণকে আবার গ্রেফতার, আটকে রাখার ফন্দি

Latest article