আন্তর্জাতিক

সীমান্তের শান্তি ফেরাতে ঐকমত্য ভারত-চিন বৈঠকে

প্রতিবেদন: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে অনুষ্ঠিত ২৪তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক ভারত-চিন সম্পর্কের নতুন দিশা নির্দেশ করবে বলে আশাবাদী দুই দেশ। এই বৈঠকে উভয়পক্ষই নিজেদের মধ্যে স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, গত কয়েক বছরে ভারত ও চিনের মধ্যে সম্পর্কের অবনতি কোনও দেশের জনগণের স্বার্থের অনুকূল ছিল না।

আরও পড়ুন-বিজেপি সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ নারী নাগরিক মঞ্চের

তিনি গত অক্টোবর মাসে কাজান শহরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করেন। এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি নতুন দিকনির্দেশ করেছে এবং সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন প্রেরণা জুগিয়েছে। ওয়াং ই আরও বলেন, গত বছর অনুষ্ঠিত ২৩তম বৈঠকে সীমান্ত সংক্রান্ত মতবিরোধগুলি সামাল দেওয়া, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি সমাধানে পৌঁছনোর জন্য নতুন ঐকমত্য তৈরি হয়েছিল। বর্তমানে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ওয়াং ই আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন নিয়ে চিনের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি জানান, চিন এই শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রীর চিন সফরকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বিশ্বাস করেন, ভারত এই শীর্ষ সম্মেলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়াং ই সুস্থ ও স্থিতিশীল সম্পর্ককে উভয় দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য জরুরি বলে মন্তব্য করেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ওয়াং ই-কে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। তিনি নিশ্চিত করেন যে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় আছে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা আরও ফলপ্রসূ হয়েছে। কাজান বৈঠকে উভয় দেশের নেতাদের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন ডোভাল। তিনি আরও উল্লেখ করেন, এই বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago