হেডকে চাপে রাখতে পারেনি ভারত : সানি

ভারতীয় বোলারদের কাছে হেড এখন দুঃস্বপ্ন। অ্যাডিলেডে এদিন ১৪১ বলে ১৪০ রানের ম্যাচ ঘোরানো ইনিংস খেলেছেন অস্ট্রেলীয় ব্যাটার।

Must read

অ্যাডিলেড, ৭ ডিসেম্বর : ভারতের বোলিং স্ট্র্যাটেজির সমালোচনায় সরব সুনীল গাভাসকর। তিনি মনে করছেন, ট্রাভিস হেডকে চাপে রাখার চেষ্টাই করেননি বোলাররা। একই সঙ্গে তিনি মাঠে মহম্মদ সিরাজের আচরণেরও কড়া সমালোচনা করেছেন।

আরও পড়ুন-অরাজকতা বাংলাদেশে, বন্ধ হল বাস-পরিবহণ

ভারতীয় বোলারদের কাছে হেড এখন দুঃস্বপ্ন। অ্যাডিলেডে এদিন ১৪১ বলে ১৪০ রানের ম্যাচ ঘোরানো ইনিংস খেলেছেন অস্ট্রেলীয় ব্যাটার। গাভাসকর বলছেন, ‘‘আমাদের বোলাররা হেডকে শর্ট বল, বাউন্সার দেওয়ার চেষ্টাই করেনি। ও ক্রিজে আসার আগে থেকেই আমরা বলছিলাম, শুরু থেকে হেডকে চাপে রাখা উচিত। কিন্তু বোলাররা শর্ট বল করে কখনও ওকে চাপে ফেলতে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শুরুতে অস্বস্তিতে ছিল হেড। কারণ, বোলাররা ওকে একটানা বাউন্সার দিয়ে চাপে রেখেছিল। সেটা ও কাটিয়ে ওঠে। গত বিশ্বকাপ ফাইনালেও হেডের পরীক্ষা নিতে পারেনি ভারতীয় বোলাররা। একই জিনিস অ্যাডিলেডেও হল।’’ সানি যোগ করেন, ‘‘শুরুতে চাপে রাখলে যে কোনও ব্যাটারই সুযোগ দেয়। হতে পারে ব্যাটের মাঝখান দিয়ে খেলতে না পেরে হতাশ হল। ব্যাটের কানা ছুঁয়ে উইকেট এল। কিন্তু ভারত একবারের জন্যও ট্রাভিস হেডকে সমস্যায় ফেলতে পারেনি। হর্ষিত রানা ভুল লেংথে বল করেছে। সিরাজ একটা ভাল বাউন্সার দিয়েছিল। বুমরার দুর্দান্ত বাউন্সার ছিল কাঁধ ও হেলমেটের মাঝে। কিন্তু সেই চেষ্টা দেখা যায়নি।’’ গাভাসকর মনে করেন, গোলাপি বল ঠিকমতো কাজে লাগাতে পারেনি ভারতীয় বোলাররা। সানি বলছেন, ‘‘আমরা ওদের ব্যাটারদের সেট হওয়ার সুযোগ করে দিয়ে তারপর পরীক্ষা নিয়েছি। গোলাপি বল ভালভাবে কাজে লাগানো উচিত ছিল।’’

আরও পড়ুন-রেললাইনে ফাটল, ভোগান্তি

অ্যাডিলেড টেস্টে হেডের সঙ্গে সিরাজের আচরণেও বিরক্ত গাভাসকর। তিনি বলেছেন, সিরাজ মাঠে যা করেছেন তার কোনও দরকার ছিল না। হেড ততক্ষণে ১৪০ রান করে ফেলেছিল। ও মোটেই ৪-৫ রানে ব্যাট করছিল না।

Latest article