চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতের প্রাপ্তি ২১ কোটি

প্রথমবার কোনও আইসিসি ট্রফি জয়। আবেগে ভেসে যাচ্ছেন শ্রেয়স আইয়ার। একদিনের বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন। কিন্তু ফাইনালে হারতে হয়েছিল।

Must read

দুবাই, ৯ মার্চ : প্রথমবার কোনও আইসিসি ট্রফি জয়। আবেগে ভেসে যাচ্ছেন শ্রেয়স আইয়ার। একদিনের বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন। কিন্তু ফাইনালে হারতে হয়েছিল। এবার শাপমুক্তি। শ্রেয়স বলছেন, ‘‘এটা আমার প্রথম আইসিসি ট্রফি জয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় কোনওদিন ভুলতে পারব না। অবিশ্বাস্য অনুভূতি। দলের সাফল্যে আমারও সামান্য হলেও অবদান আছে, এটা ভেবেই ভাল লাগছে।’’ আবেগে ভাসছেন রবীন্দ্র জাদেজাও। তাঁর ব্যাট থেকেই এসেছে জয়সূচক রান। জাদেজা বলছেন, ‘‘আমি যে পজিশনে ব্যাট করি, তাতে হয় তুমি হিরো, না হলে জিরো। আজ আমি হিরো।’’
হার্দিক পাণ্ডিয়া আবার প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কে এল রাহুলকে। তিনি বলছেন, ‘‘পুরো টুর্নামেন্টে রাহুল কী অসাধারণ ভাবে ফিনিশারের ভূমিকা পালন করে গেল। ঠান্ডা মাথায় প্রতিটা ম্যাচ শেষ করে এসেছে। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’’ স্বয়ং রাহুলের বক্তব্য, ‘‘আমি নিজের দায়িত্ব পালন করেছি। টিম ম্যানেজমেন্ট আমাকে আমার কী ভূমিকা সেটা স্পষ্ট করে দিয়েছিল। পাকিস্তান ম্যাচ ছাড়া সব ম্যাচেই ব্যাট করার সুযোগ পেয়েছি। এই জয় গোটা দলের।’’

আরও পড়ুন-ভবিষ্যৎ প্রজন্ম তৈরি : বিরাট

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সুবাদে মোট ২০.৩৮ কোটি টাকা পুরস্কার মূল্য হিসেবে পেল ভারতীয় ক্রিকেট দল। ফাইনালের আগে সবক’টা ম্যাচ জেতার জন্য আগেই ৮৮.৫ লক্ষ টাকা নিশ্চিত হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন হওয়ার পর সেটা বেড়ে হল ২১.৩৮ কোটি। রানার্স আপ নিউজিল্যান্ড সব মিলিয়ে ১০.৩৩ কোটি টাকা পুরস্কার মূল্য পেয়েছে। দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৪.৮৭ কোটি করে।

Latest article