প্রতিবেদন : দেশের মাটিতে ২০২৪-২৫-এর আন্তর্জাতিক ম্যাচের সূচি ঘোষণা করল বিসিসিআই। তাতে ইংল্যান্ডের বিরদ্ধে একটি টি-২০ ম্যাচ পেয়েছে কলকাতা। ২০২৫-এর ২৫ জানুয়ারি এই ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে। ৫০ ওভারের বিশ্বকাপের পর এটাই হবে ইডেনে প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ।
এই সময়ের মধ্যে ভারতের মাটিতে খেলবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সেপ্টেম্বরে ভারতে এসে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে চেন্নাই ও কানপুরে। ১৯-২৪ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট হওয়ার পর কানপুরে দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি একদিনের ম্যাচ হবে যথাক্রমে ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদে।
আরও পড়ুন-আরও এক মরশুম লাল-হলুদে ক্লেটন
বাংলাদেশের ভারত সফর শেষ হয়ে যাওয়ার পর এদেশে তিনটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ১৬-২০ অক্টোবর বেঙ্গালুরুতে হওয়ার পর বাকি দুটি টেস্ট হবে পুনে ও মুম্বইয়ে। পুনের ম্যাচ হবে ২৪-২৮ অক্টোবর ও মুম্বইয়ের খেলা হবে ১-৫ নভেম্বর।
ইংল্যান্ড আসন্ন ভারত সফরে পাঁচটি টি-২০ ম্যাচ ছাড়া তিনটি একদিনের ম্যাচ খেলবে। ২২ জানুয়ারি প্রথম টি-২০ ম্যাচ হবে চেন্নাইতে। পরের ম্যাচ ২৫ জানুয়ারি কলকাতায়। বাকি তিনটি টি-২০ ম্যাচ হবে ২৮ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। খেলাগুলি হবে যথাক্রমে রাজকোট, পুনে ও মুম্বইয়ে। ইংল্যান্ড এরপর তিনটি একদিনের ম্যাচ খেলবে ৬ ফেব্রুয়ারি নাগপুরে, ৯ ফেব্রুয়ারি কটকে ও ১২ ফেব্রুয়ারি আমেদাবাদে।