১৯০১ সালের পর ভারতে উষ্ণতম ফেব্রুয়ারি কাটল

দেশজুড়ে উষ্ণায়নের প্রবণতার মধ্যে ভারত ১৯০১ সালের পর থেকে এপর্যন্ত গড় জাতীয় তাপমাত্রায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড গড়ল।

Must read

প্রতিবেদন: সরকারি তথ্য অনুসারে, ১২৪ বছরের মধ্যে ভারত উষ্ণতম ফেব্রুয়ারি মাস পার করল এই বছর। মৌসম ভবন জানিয়েছে, এবছর গড় তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, যা রেকর্ড। প্রথমবারের মতো, ফেব্রুয়ারিতে সারাদেশে গড় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে, যা সর্বকালের উষ্ণতম ফেব্রুয়ারি হিসাবে রেকর্ড গড়েছে।

আরও পড়ুন-সিনেমার দৃশ্যেই প্ররোচিত, ঈর্ষায় ৬ বছরের বোনকে খুন কিশোরের

গড় সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে ২০২৪-এর ফেব্রুয়ারি দ্বিতীয় উষ্ণতম। এবছরের ফেব্রুয়ারিতে একদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যায়— যা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি ছিল। দেশজুড়ে উষ্ণায়নের প্রবণতার মধ্যে ভারত ১৯০১ সালের পর থেকে এপর্যন্ত গড় জাতীয় তাপমাত্রায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড গড়ল।

Latest article