লন্ডন, ৮ জুলাই : তৃতীয় টেস্টে কি সবুজ ঘাসে ভরা ২২ গজ অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য! এজবাস্টনে হারের পরেই ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম স্পষ্ট জানিয়েছেন, লর্ডসে তিনি প্রাণবন্ত উইকেট চান। যা জোরে বোলারদের বাড়তি সাহায্য করবে। লর্ডসের পিচ দেখার পর, প্রধান পিচ কিউরেটর কার্ল ম্যাকডারমটের পিঠ চাপড়ে দিতেই পারেন বেন স্টোকসদের কোচ।
সোমবার লন্ডনে পৌঁছেছিল ভারতীয় দল। মঙ্গলবার মাঠে নেমেই কোচ গৌতম গম্ভীর ও বোলিং কোচ মর্নি মর্কেল সটান চলে গেলেন উইকেট দেখতে। সবুজ গালিচার মতো পিচ। যা দেখার পর, পিচ কিউরেটরের সঙ্গে কথা বলতে দেখা গেল গম্ভীরকে। পরে মিডিয়ার মুখোমুখি হবে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও বলে গেলেন, পিচ পুরো সবুজ। যথেষ্ট পরিমাণে ঘাস রয়েছে। আমাদের বলা হয়েছে, কাল সকালে ঘাস কাটা হবে। তবে ঘাস কাটা হলেও, এই উইকেটে জোরে বোলাররা যে বাড়তি সাহায্য পাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন-হরমনের ব্যাটে রান চাইছে দল
এদিকে, লর্ডসে যে জসপ্রীত বুমরা খেলছেনই, সেটা আগাম জানিয়ে রেখেছেন অধিনায়ক শুভমন গিল। এদিনের প্র্যাকটিসে পুরোদমে বল করলেন ডানহাতি পেসার। বুমরার শরীরী ভাষাই বলে দিচ্ছিল, তৃতীয় টেস্টে খেলার জন্য তিনি কতটা মরিয়া। নেটে টানা ৩০ মিনিটে বুমরা বল করে গেলেন অভিমন্যু ঈশ্বরণ ও সাই সুদর্শনকে।
মঙ্গলবারের ঐচ্ছিক অনুশীলনে শুভমন-সহ এজবাস্টনে খেলা প্রায় সব ভারতীয় ব্যাটারই বিশ্রাম নিয়েছেন। ব্যতিক্রম করুণ নায়ার। এদিন নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল করুণকে। তাঁকে টানা বল করে গেলেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং নেট বোলার। চলতি সিরিজে চার ইনিংসে ৭৭ রান করা করুণ সম্ভবত লর্ডসেই নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাচ্ছেন।
লর্ডসেও পরিসংখ্যান শুভমনদের বিপক্ষে। ঐতিহাসিক এই মাঠে এখনও পর্যন্ত ১৯টি টেস্ট খেলে ভারত জিতেছে মাত্র ৩টি। হার ১২টিতে। ড্র হয়েছে ৪টি ম্যাচ। তবে পরিসংখ্যানই যে শেষ কথা নয়, সেটা এজবাস্টনেই সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন গম্ভীরের ছেলেরা।