পয়া কুর্তা, মেরির গানে ট্রফি দিব্যার

Must read

নাগপুর, ৩০ জুলাই : নাগপুরের বাড়িতে তাঁর জন্য অপেক্ষায় পরিবার ও শুভানুধ্যায়ীরা। রাজকীয় অভ্যর্থনার প্রস্তুতি চলছে। নাগপুরের ১৯ বছরের তরুণী দিব্যা দেশমুখ (Divya Deshmukh) ইতিহাস গড়েছেন প্রথম ভারতীয় হিসেবে ফিডে মহিলা বিশ্বকাপ জিতে। একইসঙ্গে দেশের ৮৮তম গ্র্যান্ডমাস্টারও হয়েছেন। ইতিহাস গড়ার পর শুভেচ্ছায় ভাসছেন দিব্যা (Divya Deshmukh)। এখনও মেসেজের উত্তর সবাইকে দিতে পারেননি।
কেরিয়ারে প্রথমবার ৫০ হাজার ডলারের মতো মোটা অঙ্কের পুরস্কারমূল্য জিতেছেন বিশ্বসেরা হয়ে। কিন্তু ট্রফি জয়ের ৪৮ ঘণ্টা পরেও বিশ্বাস করতে পারছেন না, সত্যিই দেশের এক নম্বর মহিলা দাবাড়ুকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন। গোটা টুর্নামেন্টে তাঁর সাফল্যের রহস্য কী? কীভাবে নিজেকে অনুপ্রাণিত করেছিলেন? দিব্যা বলছেন, সারাদিন আমার অনেকটা সময় নিয়ে নেয় দাবা। অন্য কিছু করা বা অন্য খেলা খুব একটা দেখার সুযোগ হয় না। তবে ফুটবল এবং টেনিস মাঝেমধ্যে দেখি। তবে এখানে টুর্নামেন্টের সময় মেরি কম এবং মিলখা সিং মুভির গানগুলো শুনে অনুপ্রাণিত হয়েছি। গান চালিয়ে রিল্যাক্স করেছি, ঘুমিয়েছি। নিজেকে তরতাজা রেখে ম্যাচের আগে উদ্দীপ্ত থাকার চেষ্টা করেছি।

আরও পড়ুন-হরিয়ানায় অত্যাচার রিপোর্ট মুখ্যমন্ত্রীকে

ভক্তরা তাঁর গোলাপি প্রিন্টেড কুর্তায় মজে গিয়েছে। দিব্যা ফাঁস করলেন, তাঁর কুর্তার ‘মাহাত্ম্য’। বললেন, আমার জন্য পয়া পোশাক। টুর্নামেন্টে প্রতিটি টাইব্রেকারের সময় এই পোশাকই পরেছি এবং সব ক’টি জিতেছি। দিব্যা চান, এখন শুধুই বিশ্রাম নিতে। চ্যাম্পিয়ন দাবাড়ুর কথায়, আপাতত আলাদা কোনও পরিকল্পনা নেই। গ্র্যান্ডমাস্টারের নর্ম পাওয়ার চাপও সরে গিয়েছে। পরের টুর্নামেন্ট সেপ্টেম্বরে। কয়েকদিন ভাল ঘুম আর শপিং তালিকায় নজর দেব। আর হ্যাঁ, অবশ্যই মানুষ এবং খেলোয়াড় হিসেবে একইরকম থাকতে চাই।

Latest article