জোড়া অস্কার, ভারতের ইতিহাস

Must read

অমিতকুমার দাস: গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস-এর মঞ্চে বাজিমাত করার পর প্রত্যাশার পরিমাণ বেড়ে গিয়েছিল আগে থেকেই। রিয়ানা, লেডি গাগাদের হারিয়ে অবশেষে বিশ্বমঞ্চে সাফল্য ছিনিয়ে নিল ভারতীয় গান ‘নাটু নাটু’, যা ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার (Oscar 2023) পেল সোমবার। তবে সাফল্যের এটাই শেষ নয়, অস্কারের মঞ্চে তথ্যচিত্র বিভাগে প্রথমবার অস্কার ছিনিয়ে নিল আরও একটি ভারতীয় ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৩০ বছর আগে সত্যজিৎবাবু দেশবাসীকে চিনিয়েছিলেন চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার ‘অস্কার’কে। মাঝে কয়েকবার হলিউডের হাত ধরে অস্কারকে ছুঁয়ে দেখেছেন দেশীয় তারকারা। ‘অপু’র পর ভারতীয় চলচ্চিত্রে আরও একবার এল সোনালি দিন। সেরা মৌলিক গান ‘নাটু নাটু’র জন্য সোনালি পুরস্কার জিতলেন এম এম কিরাবানি এবং চন্দ্রবোস। এর পাশাপাশি দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মাহুতদের জীবন নিয়ে তৈরি ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ডকুমেন্টারি ফিল্ম বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল। অস্কার জিতল কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত এই তথ্যচিত্র। সবার নজর তাঁদের দিকে থাকলেও কিছুটা আড়ালে থেকেও বাঙালির গর্ব বাড়ালেন আরও এক কন্যা। দক্ষিণ কলকাতায় গল্ফ গ্রিন এলাকা সঞ্চারী দাস মল্লিক। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি। তবে অস্কার হাতছাড়া হলেও বাঙালিকে গর্বিত করেছেন আরও একজন। তিনি শৌনক সেন। জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে তথ্যচিত্র বানিয়েছিলেন এই বাঙালি পরিচালক। তাঁর ছবি ‘অল দ্যাট ব্রিদস’ অল্পের জন্য ফসকাল সেরার শিরোপা। বিশ্বমঞ্চে ভারতের এই গর্বের দিনে শুভেচ্ছা বার্তায় ভাসছেন বিশ্বজয়ী কলাকুশলীরা। সকলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দেশের চলচ্চিত্র জগতের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন অস্কার (Oscar 2023) জয়ীদের।

আরও পড়ুন: ইউক্রেনের প্রত্যাঘাত, দাবি

ভারতের অস্কার তালিকা : * ভানু আথাইয়া (রিচার্ড অ্যাটেন্ডবার্গস গান্ধী ১৯৮২) * সত্যজিৎ রায় (লাইফ টাইম অ্যাচিভমেন্ট ১৯৯২) * রাসেল পুকুট্টি (স্ল্যাম ডগ মিলিয়নিয়ার ২০০৯) * এ আর রহমান (স্ল্যাম ডগ মিলিয়নিয়ার ২০০৯) * গুলজার (স্ল্যাম ডগ মিলিয়নিয়ার ২০০৯) * কার্তিকী গঞ্জালভেস (দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ২০২৩) * গুনীত মোঙ্গা (দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ২০২৩) * এমএম কিরাবানি (আর আর আর ২০২৩) * চন্দ্রবোস (আর আর আর ২০২৩)

তবে সবকিছুর মাঝে লস অ্যাঞ্জেলেসের অস্কারের মঞ্চে আলাদাভাবে নজর কাড়লেন ভারতের উপস্থাপক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা যেন ছন্দ মিলিয়ে অস্কারের মঞ্চে গোটা বিশ্বের সঙ্গে ভারতীয় সিনেমার পরিচয় করালেন। উল্লেখ্য, এই প্রথম ভারতের কোনও অভিনেত্রী অস্কারের মঞ্চে উঠে সঞ্চালনা করলেন। কালো অফ শোল্ডার গাউনের সঙ্গে দীপিকার হাতের অপোরা গ্লাভস যেন এক অন্য মাত্রা যোগ করল ভারতের বিশ্বজয়ের দিনে।

Latest article