যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের পাশে ভারত! পাঠানো হল ২০ কোটি টাকার আর্থিক সহায়তা

Must read

যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের (Palestine) দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। চলতি অর্থবর্ষে মোট ৪১ কোটি টাকা প্যালেস্তাইনে পাঠানোর কথা ছিল ভারতের। সেই অনুদানের প্রথম অংশ পাঠানো হল মঙ্গলবার। ভারত ২০ কোটি টাকার সহায়তা পাঠানো হল রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ তহবিলে।

ইজরায়েল-হামাস যুদ্ধ অব্যাহত। ১৯৫০ সাল থেকে প্যালেস্তিনীয় (Palestine) শরণার্থীদের জন্য কাজ করে রাষ্ট্রসঙ্ঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি। যুদ্ধের জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে থাকা এই সংস্থার মূল উদ্দেশ্য। বহুদিন ধরেই এই সংস্থার তহবিলে অনুদান দেয় ভারত। গত অর্থবর্ষে ভারত মোট ৩৫ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য। চলতি বছরে বলা হয় রাষ্ট্রসঙ্ঘের অধীনস্থ সংস্থায় ৫ মিলিয়ন ডলার সাহায্য পাঠানো হবে। যা ভারতীয় মুদ্রায় ৪১ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন- জঙ্গিদের গুলিতে শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ, শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এদিন অনুদানের প্রথম অংশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামাল্লায় অবস্থিত সংস্থার ভারতীয় দফতরের প্রতিনিধি। সম্প্রতি ভারত জানিয়েছে আর্থিক সহায়তার পাশাপাশি ওষুধপত্রও পাঠাবে প্যালেস্তিনীয়দের জন্য। পাঠানো হবে মানবিক সাহায্যও।

Latest article