কেপটাউন, ১৫ জানুয়ারি : এগিয়ে গিয়েও সিরিজ হার। কেপটাউনে শেষ টেস্টের চতুর্থ দিন ভারতীয় (India) দলের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ভারতীয় ওপেনার অবাক হয়েছেন টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে ভারতীয় (India) দলের স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স দেখে। দক্ষিণ আফ্রিকাকে সহজেই লক্ষ্যে পৌঁছনোর সুযোগ করে দেওয়া হয়েছে বলে সমালোচনায় সরব হয়েছেন সানি।
আরও পড়ুন – আমার সবথেকে দুঃখের দিন : শাস্ত্রী
গাভাসকরের মনে হয়েছে, ভারতীয় দল খেলা শেষ হওয়ার আগেই হার মেনে নিয়েছে। শুক্রবার চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির পর জসপ্রীত বুমরা ও শার্দূল ঠাকুরকে বোলিং করতে না দেখেও প্রশ্ন তুলেছেন সানি। বলেছেন, ‘‘আমার কাছে এটা রহস্যের যে, কেন বুমরা ও শার্দূল লাঞ্চের পর বোলিং করল না! এতে এটাই মনে হয়েছে, ভারত আগেই নিজেদের হার মেনে নিয়েছিল। অথবা তারা এই ম্যাচ জিততে পারবে না আগেই বুঝে গিয়েছিল।’’
আরও পড়ুন – আজ নামছে ভারত, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
দলের ফিল্ড প্লেসমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন সানি। বলেন, ‘‘অশ্বিনের বোলিংয়ের সময় ফিল্ডাররা ঠিক জায়গায় ছিল না। ফিল্ডিং সাজানোয় ভুল ছিল। খুব সহজেই ওরা সিঙ্গলস নিয়েছে। বাউন্ডারির ধারে ডিপে পাঁচজন ফিল্ডার রাখা হয়েছে। ব্যাটারদের ঝুঁকি নিতে দেওয়া উচিত ছিল। তবেই ওদের আউট করার সুযোগ থাকত।’’
তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গাভাসকর। বলেন, ‘‘জোহানেসবার্গ এবং কেপটাউন দুই জায়গাতেই চতুর্থদিন পিচ ভাল ব্যাটিংয়ের উপযুক্ত ছিল না। তবু ভারতের থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা নিজেদের অনেক ভালভাবে প্রয়োগ করেছে। ওরা দল হিসেবে অনেক বেশি চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে।”