প্রতিবেদন: যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে বাগে আনতেই কি ভারতকে শুল্ক-তোপ আমেরিকার? জানা যাচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর উপর পরোক্ষ চাপ তৈরি করতেই ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্কের বোঝা চাপান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের শুল্কনীতির ব্যাখ্যা দিয়ে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ইউক্রেনের সঙ্গে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল আমেরিকার। সেজন্য রাশিয়ার বন্ধু দেশ ভারতের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলিন বলেছেন, যুদ্ধ বন্ধ করাই প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকার। সেজন্য তিনি নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যেই রয়েছে ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর মতো পদক্ষেপ। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন স্বীকার করেছেন, মস্কোর উপর পরোক্ষে চাপ সৃষ্টি করাই আমেরিকার উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য নিয়েই ভারতের উপর বাণিজ্যিক চাপ।
আরও পড়ুন-কোন এলাকায় কী প্রয়োজন, ম্যাপ তৈরি করে সমাধানের আশ্বাস মন্ত্রীর
প্রসঙ্গত, ১৫ অগাস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক হয়। মনে করা হয়েছিল, রাশিয়ার থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গ উঠতে পারে সেই বৈঠকে। আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের প্রায় তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধানসূত্র বেরোয়নি। যদিও ট্রাম্পের দাবি ছিল, বৈঠক সফল হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলোচনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী লক্ষ্য পুতিন- জেলেনস্কির বৈঠকে মধ্যস্থতা করা। যুদ্ধ বন্ধের ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকের কথা ইতিমধ্যেই বলে রেখেছেন ট্রাম্প। এবিষয়ে মার্কিন প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অতি দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাতে চান। এদিকে ট্রাম্পের কূটনৈতিক উদ্দেশ্য যাই থাক, মার্কিন চাপে রাশিয়া থেকে যে তেল কেনা বন্ধ হবে না, বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি।