ফাইনালে ভারত

মেয়েদের অনূর্ধ-১৯ বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত। শুক্রবার আয়ুষি শুক্লর ১০ রানে ৪ উইকেটের সুবাদে তারা শ্রীলঙ্কাকেও হারাল অনায়াসে।

Must read

মুম্বই, ২০ ডিসেম্বর : মেয়েদের অনূর্ধ-১৯ বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত। শুক্রবার আয়ুষি শুক্লর ১০ রানে ৪ উইকেটের সুবাদে তারা শ্রীলঙ্কাকেও হারাল অনায়াসে। এই জয়ের ফলে টুর্নামেন্টে অপরাজিত থেকে ভারত ফাইনালে (final) উঠেছে।

আরও পড়ুন-ক্লাসিক্যাল ফরম্যাটে আপত্তি কার্লসেনের

এবারের এশিয়া কাপে ভারত পরপর পাকিস্তান ও নেপালকে হারিয়েছিল। শুক্রবার হারাল শ্রীলঙ্কাকে। যারা প্রথমে ব্যাট করে তুলেছিল ২০ ওভারে ৯৮-৯। আয়ুষির পাশে পারুনিকা সিসোদিয়া দুটি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার সুমুদু নিশনসালা ২১ ও মানুদি নানায়াক্কারা ৩১ রান করেন। এরপর ভারত তৃতীয় বলেই ওপেনার ইশ্বরী আসওয়ারেকে হারালেও জয়ের রান তুলে নিয়েছে। সিনিয়র দলে ডাক পাওয়া জি কমলিনী ২৮ ও গোঙ্গাডি তৃষা ৩২ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। শ্রীলঙ্কার চামোদি প্রবোদোর ১৬ রানে ৩টি উইকেট নিয়েছেন। মিথিলা বিনোদ ১৭ রানে নট আউট থেকে যান।

Latest article