ত্রিনিদাদ, ১৮ জানুয়ারি : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বুধবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে যুব ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ভারতের মতো আইরিশরাও তাদের প্রথম ম্যাচ জিতেছে। যশ ধুলরা ৪৫ রানে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে, আয়ারল্যান্ড ৩৯ রানে হারিয়েছে উগান্ডাকে।
আরও পড়ুন-টানা দ্বিতীয়বার বর্ষসেরা লেয়নডস্কি
তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ধারে-ভারে অনেক এগিয়ে থেকেই নামবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ভারত। প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটিং প্রত্যাশিত মানের হয়নি। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি দল। অধিনায়ক যশ ধুল (৮২) ছাড়া টপ অর্ডারে সেভাবে ভরসা দিতে পারেননি কেউ। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে উন্নত ব্যাটিং পারফরম্যান্স চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অধিনায়ক ধুল চাইছেন, প্রথমে ব্যাট করলে দুই ওপেনার বড় রানের ভিত গড়ে দিন। টুর্নামেন্ট শুরুর আগে ছন্দে থাকলেও প্রথম ম্যাচে রান পাননি দুই ওপেনার হার্নুর সিং ও অঙ্গরীশ রঘুবংশী। মিডল অর্ডারও সেভাবে প্রথম ম্যাচে ভরসা দিতে পারেনি। বুধবারও ভিকি, রাজ, রবিদের উপর বড় ভরসা দলের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করে ফেলবে ভারত। সেই লক্ষ্যেই মাঠে নামবে দল।