জাতীয়

বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয় তালিকায় নেই ভারতের স্থান

নয়াদিল্লি: দেশের শিক্ষা পরিকাঠামো নিয়ে আরও একবার মোদি সরকারের নির্লজ্জ মিথ্যাচারিতা সামনে এসেছে৷ মোদি সরকার ও বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব বারবারই দাবি করে থাকেন যে, গোটা বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে৷ এই বিশ্ববিদ্যালয় গুলিতে পড়ার জন্য বিদেশ থেকে লক্ষাধিক ছাত্র প্রতি বছর ভারতে আসেন বলেও দাবি জানানো হয়েছে সরকারের তরফে৷ সরকারি সূত্রের এই দাবিকে কাঠগড়ায় তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তিনি একটি তালিকা প্রকাশ করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে, যেখানে সাফ দাবি জানানো হয়েছে যে, বিশ্বের প্রথম ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের কোনও বিশ্ববিদ্যালয় নেই৷ এই প্রসঙ্গেই বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের মন্তব্য, বিশ্বগুরু হওয়ার দাবির বাস্তবতা এটাই৷ মোদির আমলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিকে আরএসএস-র উপাচার্য নিয়োগের মাধ্যমে পদ্ধতিগতভাবে অবনমিত করা হয়েছে৷ এরা বৈজ্ঞানিক উদ্ভাবন এবং সমালোচনামূলক চিন্তভাবনার সংস্কৃতিকে ধ্বংস করেছে৷

আরও পড়ুন-১০০ ছাড়া এবার থেকে ১১২-তে ফোন করলে মিলবে পুলিশ-জরুরি পরিষেবা! তোড়জোড় নবান্নের

উল্লেখ্য, মোদি সরকারের নতুন শিক্ষানীতি(এনইপি) নিয়ে এর আগেই প্রশ্ন উঠে গিয়েছে৷ দেশের সর্বত্র শিক্ষার গৈরিকিকরণ করতে উদ্যত হয়েই মোদি সরকার গত মাসে সংসদের শীতকালীন অধিবেশনে নিয়ে এসেছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ২০২৫৷ এই বিলের প্রধান লক্ষ্য হল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এআইসিটিই বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন-র মত প্রতিষ্ঠানের বিলোপ ঘটানো৷ একইসঙ্গে বিরোধী শাসিত সব রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা৷ মোদি সরকারের এই বিলের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস৷ এই আবহেই বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের নতুন তোপ মোদি সরকারকে আরও চাপে ফেলবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত৷

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

4 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago