হকিতে এশিয়া সেরা ভারত

Must read

রাজগির, ৭ সেপ্টেম্বর : এশিয়া সেরা হয়েই আগামী বছর হকি (Hockey) বিশ্বকাপ খেলবে ভারত। রবিবার দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেন হরমনপ্রীত সিংরা। এই নিয়ে চতুর্থবার। গতবারের চ্যাম্পিয়ন কোরিয়ানদের বিরুদ্ধে ফাইনালে রীতিমতো দাপট দেখিয়ে ট্রফি জিতলেন ভারতীয়রা। সুযোগ নষ্ট না করলে, ম্যাচটা আরও বড় ব্যবধানে জিতত ভারত। এশিয়া সেরা হওয়ার ফলে, বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলেন হরমনপ্রীতরা।

সুপার ফোরে কোরিয়ার সঙ্গে ম্যাচটা ২-২ ড্র হয়েছিল। তাই এদিন খেলা শুরু সঙ্গে সঙ্গেই গোলের জন্য ঝাঁপিয়েছিলেন হরমনপ্রীতরা। ৩১ সেকেন্ডের মধ্যেই গোল করে এগিয়ে গিয়েছিল ভারত। কোরিয়ান বক্সের মধ্যে বল পেয়েই রিভার্স শটে জাল কাঁপান সুখজিৎ সিং। এর পরেও ভারতীয়দের দাপট বজায় ছিল। ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু যুগরাজ সিংয়ের নেওয়া পেনাল্টি স্ট্রোক ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কোরিয়ান গোলকিপার। প্রথম কোয়ার্টারে আর কোনও গোল হয়নি।

আরও পড়ুন-বাংলা এক অপরাজেয় দ্রোহের নাম

দ্বিতীয় কোয়ার্টারে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছিল কোরিয়া। মাঝে মাঝেই কোরিয়ানরা পাল্টা আক্রমণ তুলে আনছিলেন ভারতীয় রক্ষণে। অন্যদিকে, ভারতীয়রা কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না। অবশেষে চাপের মুখে ভেঙে পড়ে কোরিয়ান রক্ষণ। ২৭ মিনিটে দিলপ্রীত সিংয়ের গোলে ২-০। বক্সের মধ্যে বল পেয়েই জোরালো হিটে গোল করেন তিনি। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছেড়েছিল ভারত।

তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন ভারতীয়রা। কিন্তু কোরিয়ান গোলকিপারের দৃঢ়তায় ব্যবধান বাড়ছিল না। এরই মধ্যে ফাউলের জন্য একবার দিলপ্রীতের গোলও বাতিল হয়। কোরিয়ানদের দ্রুত গতি সামাল দিতে, মাঝে মাঝেই খেলার গতি মন্থর করে দিচ্ছিলেন হরমনপ্রীতরা। কোয়ার্টারের শেষ দিকে পরপর কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল কোরিয়া। তবে কোনও বিপদ ঘটেনি। উল্টে ৪৫ মিনিটে দিলপ্রীতের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ৪-০ করেন অমিত রুইদাস। তবে এক মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান কোরিয়ার সন ডাইন।

এদিকে, চিনকে ৩-১ গোলে হারিয়েছে তিন নম্বরে থেকে এশিয়া কাপ শেষ করেছে মালয়েশিয়া। চিন চারে এবং জাপান পাঁচে। ফলে কোরিয়ার সঙ্গে তারাও বিশ্বকাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, জাপানের কাছে ১-৬ গোলে হেরে ষষ্ঠ স্থানে শেষ করা বাংলাদেশ প্লে-অফ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।

Latest article