খেলা

ডি’ককের দাপটে সিরিজে সমতা

মুল্লানপুর, ১১ ডিসেম্বর : কটকে যতটা ভাল খেলেছিল ভারত (India vs South Africa), নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে ঠিক ততটাই খারাপ খেলল। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই হতাশ করল গৌতম গম্ভীরের ভারত। এতদিন টি-২০’তে দাপট দেখাচ্ছিল দল। এদিন সেখানেও দাগ লাগল। কুইন্টন ডি’ককের ব্যাটে ভর করে ভারতকে ৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ব্যর্থ পাঞ্জাবের তিন তারকা শুভমন গিল, অভিষেক শর্মা ও অর্শদীপ সিং। অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে রানের খরা চলছেই। লড়াই করলেন একা তিলক ভার্মা। টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য আর ৮টি ম্যাচ পাবে গতবারের চ্যাম্পিয়নরা। চলতি সিরিজে সূর্যদের পরের ম্যাচ রবিবার ধর্মশালায়।

এদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্য। ভারতীয় বোলারদের উপর শুরু থেকে কর্তৃত্ব করেন কুইন্টন। বরুণ ছাড়া বাকি বোলারদের বিরুদ্ধে দ্রুতগতিতে রান তোলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার। তাঁকে সঙ্গ দেন মার্করাম। ডি’ককের সামনে চাপে পড়েন অর্শদীপ। এক ওভারে সাতটি ওয়াইড বল করেন বাঁ-হাতি পেসার। ফলে ১৩ বলের ওভার করে লজ্জার নজির গড়েন অর্শদীপ। দেন ১৮ রান।
ডি’কক ও মার্করামের ৮৩ রানের জুটি ভাঙেন সেই বরুণ। মনে হচ্ছিল নিশ্চিত সেঞ্চুরি অপেক্ষা করছে ডি’ককের। কিন্তু উইকেটের পিছনে দুর্দান্ত কাজ করেন জিতেশ শর্মা। বিদ্যুৎগতিতে রান আউট করেন জিতেশ। ৯০ রানে আউট ডি’কক। ততক্ষণে দক্ষিণ আফ্রিকা বড় রানের পথে। এরপর ডিওয়াল্ড ব্রেভিসকে (১৪) ফেরান অক্ষর প্যাটেল।

আরও পড়ুন-তিন দিনের মেসি-নামা: মিয়ামি থেকে দুবাই, জেটল্যাগ কাটিয়ে রাত দেড়টায় শহরে

শেষদিকে ডোনোভান ফেরেরা (১৩ বলে ৩০) ও ডেভিড মিলার (১২ বলে ১৬) অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকার স্কোর দুশো পেরোতে সাহায্য করেন। বুমরা ও অর্শদীপ এদিন হতাশ করলেন। দুই পেসার প্রচুর রান দিলেন। বিশেষ করে অর্শদীপ জঘন্য বল করেন। প্রচুর অতিরিক্ত রানও দেয় ভারত। ফলে দক্ষিণ আফ্রিকা ইনিংস শেষ করে ৪ উইকেটে ২১৩ রানে।

ম্যাচ জিততে রেকর্ড রান তাড়া করতে হত। কিন্তু শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। প্রথম ওভারেই রানের খাতা না খুলেই ফেরেন শুভমন। ছোট ফরম্যাটে টানা ব্যর্থ তিনি। মারমুখী শুরু করেও জানসেনের বলে আউট হন অভিষেক শর্মা (৮ বলে ১৭)। সূর্যর ব্যাটে যথারীতি রান নেই। এদিন তাঁর অবদান মাত্র ৫। তিলকের সঙ্গে লড়াইয়ে সঙ্গ দেন অক্ষর (২১), হার্দিক (২০), জিতেশরা (২৭)। কিন্তু দুশোর উপর রান তাড়া করে জেতার জন্য তা যথেষ্ট ছিল না। কটকে প্রথম ম্যাচের নায়ক হার্দিক জীবন পেয়েও ২০ রানে থামলেন। তিলক (৩৪ বলে ৬২) একা লড়াই চালিয়ে গেলেও যোগ্য সঙ্গী পাননি। ভারত অলআউট হয়। দক্ষিণ আফ্রিকার হয়ে পেসার ওটনিল বার্টম্যান ৪ উইকেট নেন। মার্কো জানসেন, লুঙ্গি এনগিডিদের ঝুলিতে ২টি করে উইকেট।

Jago Bangla

Recent Posts

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 minute ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

10 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

15 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

24 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago