হারারে, ৬ জুন : ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি। রোহিত শর্মারা সবে দেশে ফিরেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটের জন্য মহাধাক্কা! হারারেতে শনিবার প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবোয়ে ভারতকে ১৩ রানে হারিয়ে দিয়েছে। ২০১৬-তে ভারতকে হারিয়েছিল তারা। তারপর এই ২০২৪-এ। ভারত অধিনায়ক শুভমন গিল বলেছেন, ১১৫ রান তাড়া করতে গিয়ে যখন ১০ নম্বর ব্যাটারকে ব্যাট হাতে নামতে হয়, তখন এটা মানতে হবে যে ব্যাটিংয়ে বড়সড় ব্যর্থতা রয়েছে।
আরও পড়ুন-পরকীয়া লুকোতে বোলপুরে আগুন দিয়ে পুড়িয়ে খুন
উইকেট স্লো ছিল এটা ঘটনা। স্পিনাররা সুবিধা পেয়েছেন এটাও সত্যি। কিন্তু তাই বলে জিম্বাবোয়েকে ২০ ওভারে ১১৫-৯-তে আটকে দেওয়ার পর সেই রান কেন তোলা গেল না সেটা একটা বড় প্রশ্ন। অধিনায়ক শুভমন ২৯ বলে ৩১ রান করেছেন। কিন্তু পঞ্চাশের কমে অর্ধেক ইনিংস গুটিয়ে যাওয়ার পর তাঁর যখন দলকে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল, তখনই সিকান্দার রাজাকে উইকেট দিয়ে গেলেন। খেলার পর শুভমন বলছিলেন, আমার উচিত ছিল উইকেটে থাকা। পারিনি। যেভাবে আউট হয়েছি তাতে হতাশ।
তেন্ডাই ছাতারা ও সিকান্দার রাজা তিনটি করে উইকেট নিয়ে ভারতের ইনিংসকে ১৯.২ ওভারে ১০২ রানে গুটিয়ে দেন। গোটা ইনিংসে শুভমন ছাড়া একজনই কিছুটা লড়েছেন। তিনি ওয়াশিংটন সুন্দর। তিনি করেছেন ২৭ রান। আবেশ খান করেছেন ১৬ রান। এই ম্যাচে অভিষেক হওয়া অভিষেক শর্মা কোনও রান করতে পারেননি। রিয়ান পরাগ করেন ২ রান। ঋতুরাজ গায়কোয়াড় করেছেন ৭ রান। আর খাতাই খুলতে পারেননি রিঙ্কু সিং। এছাড়া ধ্রুব জুরেলের সংগ্রহ ৬ রান।
শুভমন টসে জিতে আগে জিম্বাবোয়েকে ব্যাট করতে দেন যাতে রান তাড়া করা যায়। কিন্তু সিকান্দার রাজার দল এত কম রানে অল আউট হয়ে যাবে কে ভেবেছিল। ২০ ওভারে ৯ উইকেটে জিম্বাবোয়ে তুলেছিল ১১৫। এটা শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন-আপের সামনে কমই দেখাচ্ছিল। রবি বিষ্ণোইকে খেলতেই পারেনি জিম্বাবোয়ে। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। ৪ ওভারে ১১ রানে ২ উইকেট ওয়াশিংটন সুন্দরেরও।
আরও পড়ুন-মাহেশের রথকে ইউনেস্কো স্বীকৃতির দাবিতে আবেদন
একসঙ্গে তিনজন ক্রিকেটারের টি -২০ অভিষেক হয়েছে শনিবার। অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। শুভমন একেবারে তরুণ দলকে নিয়ে মাঠে নেমেছিলেন এদিন। এই দলের সবমিলিয়ে টি-২০ ম্যাচের অভিজ্ঞতা ১৭২ ম্যাচের। উল্টোদিকে জিম্বাবোয়ের এই দলের ৫০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু নিজেদের মাঠে বিষ্ণোই ও সুন্দরকে খেলতে হিমশিম খেয়েছেন জিম্বাবোয়ের ব্যাটাররা। তাদের অর্ধেক ইনিংস শেষ হয়ে গিয়েছিল ৭৪ রানে। তবু শেষ হাসি তাঁরাই হেসেছেন।
একটা সময় ৪০-১ ছিল জিম্বাবোয়ে। এরপর তারা নাগাড়ে উইকেট হারিয়েছে। বাকি ৮ উইকেটে তারা তুলেছে ৭৫ রান। ওপেনার ইনোসেন্ট কাইয়াকে (০) তুলে নিয়ে প্রথম ধাক্কা দিয়েছিলেন মুকেশ কুমার। দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধেভেরে (২১) ও ব্রায়ান বেনেট (২২) মিলে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তবে বিষ্ণোই এসে মাধেভেরেকে তুলে নেওয়ার পর রাজা (১৭), ডিওন মাইয়ার্স (২৩) ও ক্লাইভ মাদান্ডে (২৯ নট আউট) দুই অঙ্কে যেতে পেরেছেন।
জয়ের পর ম্যাচের সেরা সিকান্দার রাজা বলেছেন, খুব ভাল লাগছে। কিন্তু মাত্র একটা ম্যাচ হয়েছে। ভারত বিশ্বচ্যাম্পিয়ন। আর সিরিজও শেষ হয়ে যায়নি।