মুম্বই, ২৮ অক্টোবর : পুণে টেস্টের পর ভারতীয়দের স্পিন খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইমন ডুল বলেছেন, বর্তমান ভারতীয় ক্রিকেটাররা স্পিনের বিরুদ্ধে মোটেই ভাল খেলেন না। যা খেলতেন শচীন, সৌরভরা। এবার এই আলোচনায় ঢুকে এবি ডিভিলিয়ার্স বললেন, ভারতীয়রা স্পিন ভাল খেলে এটা একটা ধারণা মাত্র।
আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে ক্ষোভই তুরুপের তাস জয়প্রকাশের
নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স বলেছেন, ভারতে গেলে শুনতে পাবেন ওরাই স্পিন ভাল খেলে। কিন্তু এটা ঠিক নয়। টার্নিং ট্র্যাকে ভাল বোলিংয়ের সামনে আপনাকে চাপে থাকতেই হবে। তবে যদি আপনার ভাল স্কিল থাকে তাহলে সব জায়গাতেই রান করবেন। ভারতীয়দের কোনও ভুল নেই। ওরা স্পিন ভালই খেলে। কিন্তু ভারতে খেলতে গেলে সব দলকে একই কথা শুনতে হয়। তবে এখন সেই দিন কেটে গিয়েছে।
ডিভিলিয়ার্স মনে করেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টার্নার বানিয়ে ভুল করেছে ভারত। নিউজিল্যান্ড স্ট্রিট স্মার্ট দল। পুণেতে ভারত এমন উইকেট চেয়েছিল যাতে প্রথম দিন থেকে বল ঘোরে। এতে যেটা হল, যে গ্লেন ফিলিপসকে কেউ ধরেনি, সেও উইকেট নিয়ে গেল। শুকনো উইকেট বানিয়ে ভারত নিউজিল্যান্ডকে নিজেদের শর্তে খেলতে দিয়েছিল। কিন্তু পরে ব্যাট করায় ঝুঁকি ছিল।
ডিভিলিয়ার্স আরও জানাচ্ছেন, টসে হারার পর প্রতিপক্ষ বড় রান করে দিলে চাপ আসতে বাধ্য। আর এই স্ট্রিট স্মার্ট নিউজিল্যান্ডকে দেখে মনে হয়েছে ওদের কাছে সব প্রশ্নের উত্তর আছে।