অলিম্পিকে অনিশ্চিত ভারত-পাক ম্যাচ

Must read

দুবাই, ৯ নভেম্বর : ১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-২০ ফরম্যাটে হবে পুরুষ ও মহিলা ক্রিকেট। দুবাইয়ে আইসিসির বৈঠকে চূড়ান্ত হয়ে গেল যোগ্যতা অর্জনের মাপকাঠি। আর তাতে অলিম্পিকের আসরে ভারত ও পাকিস্তান (India-Pakistan match) দ্বৈরথ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্থির হয়েছে, অলিম্পিক ক্রিকেটে পুরুষ এবং মহিলা বিভাগে অংশগ্রহণ করবে ৬টি করে দেশ। আইসিসি-র পাঁচটি অঞ্চল থেকে একটি করে দেশ অলিম্পিকে খেলার সরাসরি ছাড়পত্র পাবে। এটা হবে ক্রমতালিকার ভিত্তিতে। অর্থাৎ এশিয়ার দেশগুলির মধ্যে আইসিসির ক্রমতালিকার শীর্ষ থাকা দল হিসাবে ভারত সরসারি অলিম্পিকে খেলবে। সেক্ষেত্রে পাকিস্তানকে বাছাই পর্বে খেলে অলিম্পিকের যোগ্যতা অর্জন করবে হবে। কারণ ষষ্ঠ দেশটি বেছে নেওয়া হবে বাছাই পর্ব থেকে।

আরও পড়ুন-বাংলা সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

বর্তমান ক্রমতালিকা অনুযায়ী এশিয়া থেকে ভারত (India-Pakistan match), ওসেনিয়া অঞ্চল থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ইংল্যান্ড এবং আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা সরাসরি অলিম্পিকে খেলবে। আবার আমেরিকা অঞ্চল থেকে ক্রমতালিকার বিচারে সরাসরি খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। আবার অলিম্পিকের আয়োজক হিসাবে আমেরিকাও দাবিদার। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আরও জানানো হয়েছে, সব মিলিয়ে ২৮টি ম্যাচ হবে অলিম্পিক ক্রিকেটে। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার রাখা যাবে। ২০২৮ সালের ১২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে ক্রিকেটের ম্যাচগুলি।

Latest article