প্রতিবেদন : আজই দুবাইয়ের বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। পহেলগাঁওয়ের জঙ্গিহানার পাল্টা অপারেশন সিঁদুর। গত কয়েক মাসে ভারত-পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে রবিবারের ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা রয়েছে। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অতীত রেকর্ড মোটেই ভাল নয়। তবুও পাক অধিনায়ক সলমন আঘা ম্যাচের আগে আগাম হুঙ্কার দিয়ে জানিয়েছেন, বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে।
আরও পড়ুন-প্রেমে প্রত্যাখ্যানেই খুন, বিস্ফোরক যাদবপুরে মৃত অনামিকার বাবা
অন্যদিকে, ভারতীয় শিবিরে আবার এই ম্যাচ নিয়ে কোনও বাড়তি আবেগ নেই। কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, শুধু ক্রিকেটে ফোকাস করতে। ভারত এবং পাকিস্তান দু’টি দলই প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে। ফলে রবিবার যে জিতবে, সেই দল সুপার ফোর কার্যত নিশ্চিত করে ফেলবে। এদিকে, শোনা যাচ্ছে, রবিবাসরীয় ম্যাচের টিকিটের চাহিদা নাকি তেমন নেই! আরও খবর, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ের মাঠে উপস্থিত থাকবেন না কোনও বিসিসিআই আধিকারিক। একমাত্র সহ-সভাপতি রাজীব শুক্লা মাঠে থাকবেন, তবে তিনি থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসাবে। বাকি কোনও বিসিসিআই আধিকারিক যেমন বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া বা বাকিরা কেউই মাঠে থাকবেন না। বিসিসিআইয়ের এই পদক্ষেপকে এক ধরনের বয়কট হিসাবেই চিহ্নিত করছে ওয়াকিবহাল মহল।