২৩ জুলাই ভারত-পাকিস্তান (India Pakistan) মেগা ফাইনাল (Mega final) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে চলেছে । এমার্জিং এশিয়া কাপের (Asia Cup) ‘এ’ গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। ৩টি ম্যাচ জিতেই সেমিফাইনালে ওঠে ভারত। শেষ চারের লড়াইয়ে জিতে যায় টিম ইন্ডিয়ার রাইজিং স্টাররা। এ বার মুখোমুখি পাকিস্তান। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে পাকিস্তান ভারতের কাছে একটি ম্যাচে হেরে গিয়েছে। তারপরও এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে সেমিফাইনালে ওঠে। লঙ্কান টিমকে হারিয়ে ফাইনালে যায় পাকিস্তান।
আরও পড়ুন-পরতে পরতে রহস্য
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে পাকিস্তান হারালেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায়। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতে যায়। ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যায় পাকিস্তান।
আরও পড়ুন-ইউক্রেনকে হাতিয়ার জোগাচ্ছে বাইডেনের দেশ! তবে কি যুদ্ধ চলছে আমেরিকা-রাশিয়ার মধ্যে?
প্রসঙ্গত যশ ধুলের নেতৃত্বে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিতেছিল ভারত। এ বারের এমার্জিং এশিয়া কাপে তার নেতৃত্বে ভারত জিতবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের। এবার দেখার পালা যশ ধুলের নেতৃত্বে ভারতে এমার্জিং এশিয়া কাপ ট্রফি আসে কিনা।