যুব বিশ্বকাপে আলাদা গ্রুপে ভারত-পাকিস্তান

আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ছোটদের বিশ্বকাপ। টুর্নামেন্ট হবে নামিবিয়া ও জিম্বাবোয়েতে। ফাইনাল ৬ ফেব্রুয়ারি।

Must read

দুবাই, ১৯ নভেম্বর : আগামী বছর বড়দের টি-২০ বিশ্বকাপের আগেই হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। বুধবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করল আইসিসি। বড় চমক, ভারত ও পাকিস্তান এক গ্রুপে নেই!
ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ যবে থেকে বন্ধ হয়েছে, তবে থেকেই আইসিসি বা এশীয় ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে দুই প্রতিবেশী দেশের একই গ্রুপে থাকা কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। যেমন এবছরই এশিয়া কাপে তিন-তিনবার মুখেমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু এবার ছোটদের বিশ্বকাপে সেই পথে হাঁটল না আইসিসি। ভারতকে রাখা হয়েছে এ গ্রুপে। আর পাকিস্তান রয়েছে বি গ্রুপে। ফলে নকআউট ছাড়া দু’দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন-ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ছোটদের বিশ্বকাপ। টুর্নামেন্ট হবে নামিবিয়া ও জিম্বাবোয়েতে। ফাইনাল ৬ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের ১৬টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আমেরিকা ও নিউজিল্যান্ড। বি গ্রুপে জিম্বাবোয়ে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে পাকিস্তান। সি গ্রুপে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। ডি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও তানজানিয়া। ১৫ জানুয়ারি আমেরিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। চারটি গ্রুপের সেরা তিনটি করে দল যাবে দু’টি সুপার সিক্সে। অর্থাৎ সুপার সিক্সের দু’টি গ্রুপে ছ’টি করে দল খেলবে। সেখান থেকে দু’টি গ্রুপের সেরা দু’টি করে দল উঠবে সেমিফাইনালে।

Latest article