ছোটদের ভারত-পাক ম্যাচ আজ, দুবাইয়ে এশিয়া কাপ

এই ম্যাচে আলাদা করে নজর থাকবে বৈভব সূর্যবংশীর দিকে। ১৪ বছরের বৈভব আমিরশাহির বিরুদ্ধে ১৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন।

Must read

দুবাই, ১৩ ডিসেম্বর : অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে রবিবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুবাইয়ে ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ। ভারত যেমন প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ২৩৪ রানের বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছে। তেমন পাকিস্তানও প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২৯৭ রানে হারিয়েছে। ফলে রবিবাসরীয় ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে।

আরও পড়ুন-মার্কিন কংগ্রেসে ট্রাম্পের অন্যায্য ভারত-শুল্ক বাতিলের প্রস্তাব

এই ম্যাচে আলাদা করে নজর থাকবে বৈভব সূর্যবংশীর দিকে। ১৪ বছরের বৈভব আমিরশাহির বিরুদ্ধে ১৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বৈভবের ৯৫ বলের ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১৪টি ছয় দিয়ে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ইতিহাসে এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন বৈভবের দখলে। বৈভব ছাড়াও জোড়া হাফ সেঞ্চুরি করেছিলেন অ্যারন জর্জ ও বিহান মালহোত্রা।
পাকিস্তান দলে বৈভবের পাল্টা হতে পারেন সমীর মিনহাস। তিনি মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৭৭ রান করেছেন। এছাড়া সেঞ্চুরি করেছিলেন আরেক পাক ব্যাটার আহমেদ হুসেনও (১৩২ রান)। বৈভবদের কাছে রবিবারের ম্যাচটা আবার বদলার মঞ্চ। সম্প্রতি রাইজিং স্টারস এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই হারের বদলা বৈভবরা যুব এশিয়া কাপে নিতে পারেন কি না, সেটাই দেখার।

Latest article