ওআইসি-র মন্তব্যের প্রতিবাদ ভারতের

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে বিধানসভা ক্ষেত্রগুলির পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। ওআইসি তার জন্য দিল্লির সমালোচনা করেছে।

Must read

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরে বিধানসভা ক্ষেত্রের পুনর্বিন্যাস প্রক্রিয়া বা ডিলিমিটেশন সংক্রান্ত বিষয়ে নাক গলিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। যার তীব্র সমালোচনা করেছে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, আমরা বিস্মিত। কারণ, ওআইসি ফের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করেছে।

আরও পড়ুন-বাংলা ছাড়তে চেয়ে ফোন ঋদ্ধিমানের

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে বিধানসভা ক্ষেত্রগুলির পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। ওআইসি তার জন্য দিল্লির সমালোচনা করেছে। ওআইসি-র উদ্দেশ্যে বিদেশমন্ত্রকের তোপ, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর আগেও ওরা কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর সম্পর্কে একইরকমের মন্তব্য করেছিল। যা আমরা সরাসরি প্রত্যাখ্যান করেছিলাম। বিদেশমন্ত্রকের মুখপাত্রের সংযোজন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ওআইসি-র উচিত, একটি নির্দিষ্ট দেশের নির্দেশে ভারতে কোনও সাম্প্রদায়িক এজেন্ডা চালানো থেকে বিরত থাকা। অর্থাৎ, নাম না-করলেও তির যে পাকিস্তানের দিকে, সেই ইঙ্গিত স্পষ্ট। ওআইসি এর আগেও জম্মু ও কাশ্মীর নিয়ে অনেক মন্তব্য করেছিল, যার কড়া সমালোচনা করেছিল ভারত।

Latest article