প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের থেকে মিলল নয়া শুল্ক-উপহার। আর তার জেরে মার্কিন শুল্কনীতির কোপে পড়তে চলেছে ভারত। এতে নিশ্চিতভাবেই অস্থিরতা তৈরি হবে ভারতের অর্থনীতিতে। বুধবার ভারতীয় সময় সকালে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়বে না ভারতও। ঘটনাচক্রে, কয়েকদিন আগে আমেরিকা গিয়ে ট্রাম্পের সঙ্গে হাসিমুখের ছবি তুলেছিলেন মোদি। আর এবার তার প্রতিদানে শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন ট্রাম্প। শুধু তাই নয়, ২ এপ্রিল থেকে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানো হবে, জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ছাড়াও চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলির উপর শুল্ক চাপানোর কথা বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট।
আরও পড়ুন-আন্তর্জাতিক স্তরে মানব পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র মোদিরাজ্য গুজরাত
দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বুধবারই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা করেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমেরিকার উপর শুল্ক চাপিয়ে আসছে, এবার তার পাল্টা দেব আমরা। ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত এবং আরও একাধিক দেশ আমেরিকার উপর যত বেশি শুল্ক আরোপ করে, আমরাও এবার সেই পরিমাণ শুল্ক আরোপ করব। এই সময় ট্রাম্প আলাদা করে ভারতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারত আমাদের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এই ব্যবস্থা আমেরিকার প্রতি ন্যায্য নয়, এটা মেনে নেওয়া যায় না। ট্রাম্প ঘোষণা করেন, আগামী ২ এপ্রিল থেকে মার্কিন প্রশাসন পারস্পরিক শুল্ক আরোপ করবে। ট্রাম্পের মন্তব্য, আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে এটি কার্যকর করতে। কিন্তু তাহলে অনেকে ভাবতে পারেন, আমি এপ্রিলফুল করছি। তাই ২ এপ্রিল থেকেই পারস্পরিক শুল্ক চালু হবে।