গরম যেন পিছু ছাড়ছে না। গোটা দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। এর জেরেই প্রতিদিন হিটস্ট্রোকে (Heatstroke) আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে, সাড়ে তিন মাসে তীব্র গরমে ভারতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে ৪০ হাজার মানুষ। এদিকে স্বেচ্ছাসেবী সংস্থা হলিস্টিক ডেভলপমেন্টের দাবি, শুধু দিল্লিতেই ১১ থেকে ১৯ জুনের মধ্যে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে গরমে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১৮ জুনের মধ্যে দেশে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে (Heatstroke) আক্রান্ত হয়েছেন! এদের মধ্যে গরমের কারণে মৃত্যু হয়েছে ১১০ জনের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরও কিছুদিন তাপপ্রবাহ জারি থাকবে দিল্লিতে। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত ৩৭, অসুস্থ বহু
হাওয়া অফিসগুলি জানিয়েছে, জুন মাসেও স্বাভাবিক তাপমাত্রাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ও পূর্ব ভারতের বহু শহরের তাপমাত্রা। দেশের একাধিক শহর হিট ট্র্যাপে পরিণত হয়েছে। একই সময় অসম বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত। সে রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ। মৃত্যু হয়ছে ১৫ জনের।