ট্রাম্পের ভয়ে রাশিয়া থেকে তেল কিনছেন না মোদি! কটাক্ষ বিরোধীদের, বিবৃতি দিল দিল্লি

Must read

ডোনাল্ড ট্রাম্পকে ভয় পেয়েছেন মোদি! ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রাশিয়া (Russian_Oil_Trump) থেকে আর তেল কিনবেন না। বুধবার এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্প আরও জানিয়েছেন, “আমি চাই চিনও একই রাস্তায় হাঁটুক। মোদি আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।” ট্রাম্পের এই বক্তব্যের পরেই ভারতে বিরোধী দলের নেতারা তোপ দেগেছেন মোদিকে। বিষয়টি নিয়ে শোরগোল হতেই নিজেদের সামগিক অবস্থা ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে দিল্লি।

বিরোধীদের প্রশ্ন, তবে কি ট্রাম্পই ভারতের বিদেশ ও ব্যবসায়িক নীতি স্থির করে দেবেন? শিবসেনার (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত তীব্র কটাক্ষ করে বলেন,”প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের চাপে কাজ করেন। মনে হচ্ছে মোদি তার হয়ে কাজ করছেন।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী খোঁচা মেরে বলেছেন, মোদি ট্রাম্পকে “ভয় পেয়েছেন”। বাণিজ্যজট কাটাতে বৃহস্পতিবার আমেরিকার সঙ্গে ফের এক দফা আলোচনায় বসতে চলেছে ভারত। তার আগে বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের কথায় ইঙ্গিত মেলে যে, আমেরিকা থেকে তেল কেনা আরও বৃদ্ধি করতে পারে ভারত (Russian_Oil_Trump)। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

জ্বালানি তেল ভারত কিনছে বলেই রাশিয়ার অর্থনীতি শক্ত হচ্ছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। এমনই যুক্তি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই শুল্ক কমানো নিয়ে একেরপর এক বৈঠক হলেও কোনও সুরাহা মেলেনি। ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, রাশিয়ার থেকে ভারত তেল কিনতে পারবে না। সেই অনুযায়ী দেখা যাচ্ছে, রাশিয়া থেকে অশোধিত তেল আমদানিতে রাশ টেনেছে ভারত! বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুসারে, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে রুশ তেল ক্রয়ের পরিমাণ ৪৫ শতাংশের বেশি ছেঁটে ফেলেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। চলতি বছরে ওই সংস্থাগুলি দৈনিক ১১ লক্ষ ব্যারেল তেল রাশিয়া থেকে কিনেছিল। কিন্তু সেপ্টেম্বরে তা কমে হয়েছে দৈনিক ৬ লক্ষ ব্যারেল। চাহিদা থাকা সত্ত্বেও কমে গিয়েছে ভারতের তেল আমদানি। প্রশ্ন উঠছে যে, ট্রাম্পের হুঁশিয়ারিকে ভয় পেয়েই মাথা নীচু করছেন মোদি? কিন্তু রাশিয়ার থেকে তেল আমদানি না করে বিপদের সঙ্গী পুতিনকে কি চটাতে চাইবেন মোদি?

আরও পড়ুন-খাদ্যসাথী-মা ক্যান্টিন-দুয়ারে রেশন-সুফল বাংলা: বিশ্ব খাদ্য দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “ভারত যথেষ্ট পরিমাণ তেল এবং গ্যাস আমদানি করে। বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার পরিস্থিতিতে ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। তেল আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই পরিচালিত হয়।” বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ভারত তেল কেনার বাজারকে আরও বিস্তৃত এবং‌ বৈচিত্রময় করতে চায়। এই সূত্রেই ভারত জানিয়েছে, জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি করতে আমেরিকার সঙ্গে তাদের আলোচনা চলছে। তবে ওই বিবৃতিতে কোথাও ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবির প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি।

Latest article