প্যারিস, ১১ অগাস্ট : টোকিও অলিম্পিকের ৭টি পদক জয়ের নজির ছুঁতে পারল না ভারত। প্যারিস থেকে ৬টি পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় ক্রীড়াবিদদের। এর মধ্যে রয়েছে জ্যাভলিনে নীরজ চোপড়ার রুপো এবং শুটিং থেকে মনু ভাকেরের দু’টি-সহ মোট পাঁচটি ব্রোঞ্জ পদক। অন্তত ১০টি পদক জয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে গিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। যদিও সেই প্রত্যাশা পূরণ হল না।
আরও পড়ুন-পদত্যাগ করলেন আর জি কর হাসপাতালের প্রিন্সিপাল
তবে কুস্তিগির বিনেশ ফোগটের রুপো পদকের আবেদন এখনও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিচারাধীন। যদি ওই মামলায় বিনেশ জেতেন, তাহলে টোকিওর পদক সংখ্যা ছুঁয়ে ফেলবে ভারত। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। প্যারিসে ভারতের সবথেকে বড় ধাক্কা সম্ভবত নীরজের সোনা হাতছাড়া হওয়া। টোকিওতে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ। গোটা দেশ আশায় ছিল প্যারিসেও দ্বিতীয় অলিম্পিক সোনা জিতে নতুন ইতিহাস গড়বেন তিনি। কিন্তু পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে হার মানতে হল নীরজকে। শেষ পর্যন্ত রুপোতেই থামলেন তিনি।
এবারের অলিম্পিকে পাঁচটি ব্রোঞ্জের তিনটিই এসেছে শুটিং থেকে। মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। শুটিংয়ে ভারতের হয়ে তৃতীয় ব্রোঞ্জ পেয়েছেন স্বপ্নিল কুসালে। এছাড়া হকিতে টানা দ্বিতীয় অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছেন পি আর শ্রীজেশ-হরমনপ্রীত সিংরা। কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন অমন শেরাওয়াত।
আরও পড়ুন-শিলিগুড়িতে যাত্রীসাথী অ্যাপে মিলবে অ্যাম্বুল্যান্স পরিষেবা
তবে অন্তত আরও পাঁচটি পদক হাতছাড়া হয়েছে ভারতের। ব্যাডমিন্টনে ব্রোঞ্জের লড়াইয়ে হেরে গিয়েছেন লক্ষ্য সেন। মনুও ২৫ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেছেন। নইলে এবারের অলিম্পিকে তৃতীয় পদক জিততেন তিনি। ভারোত্তোলনে মীরাবাই চানুও চতুর্থ স্থানে শেষ করে ব্রোঞ্জ হাতছাড়া করেছেন। নইলে অলিম্পিকের ইতিহাসে সবথেকে বেশি পদক জয়ের ভারতীয় রেকর্ড প্যারিসেই হয়ে যেত।