ভয়াবহ পথ দুর্ঘটনা সৌদি আরবের মদিনায় (Medina Accident)। সোমবার উমরাহে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪২ জন ভারতীয়ের। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে। তবে মৃতের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমস্ত সাহায্য করছে ভারতীয় দূতাবাস বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।
এখনও পর্যন্ত খবর কেবল একজনই বেঁচে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন। বাসের বেশিরভাগ যাত্রীই তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে গিয়েছিলেন। জেদ্দায় ভারতের কনস্যুলেট জেনারেলের কন্ট্রোল রুমের নম্বর দিয়েছি- ৮০০২৪৪০০০। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তার জন্য সরকার কন্ট্রোল নম্বরগুলিও জারি করেছে – +৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪ এবং +৯১ ৯৯১২৯১৯৫৪৫।
আরও পড়ুন-গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সঙ্গী! চলছে তদন্ত
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “সৌদি আরবে বাস দুর্ঘটনায় (Medina Accident) ক্ষতিগ্রস্তদের সমস্ত সাহায্য করছে ভারতীয় দূতাবাস। নিহতদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক এবং পরিবারগুলিকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

