মানবতার স্বার্থে ইজরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুক ভারত, প্রাক্তন আমলা, শিক্ষাবিদদের আর্জি সুপ্রিম কোর্টে

গাজায় ইজরায়েলের হামলা বন্ধ করতে যুদ্ধবিরতির দাবি উঠেছে বিশ্বজুড়ে। নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে খোদ ইজরায়েলবাসী

Must read

প্রতিবেদন: গাজায় ইজরায়েলের হামলা বন্ধ করতে যুদ্ধবিরতির দাবি উঠেছে বিশ্বজুড়ে। নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে খোদ ইজরায়েলবাসী। আর এবার ভারতের বেশ কয়েকজন প্রাক্তন আমলা, সমাজকর্মী এবং খ্যাতনামা শিক্ষাবিদ ইজরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি তুললেন কেন্দ্রীয় সরকারের কাছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে চলন্ত গাড়িতে গণধর্ষণ দলিত নাবালিকাকে

ইজরায়েলি সামরিক সরঞ্জাম রপ্তানির উদ্দেশ্যে দেশের বিভিন্ন কোম্পানিকে দেওয়া লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাঁরা। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদনটি দাখিল করা হয়েছে। বাংলাদেশে ভারতের প্রাক্তন হাইকমিশনার দেব মুখার্জি, কূটনীতিবিদ অশোককুমার শর্মা, প্রাক্তন কেন্দ্রীয় আমলা মিনা গুপ্তা, অর্থনীতিবিদ জঁ দ্রেজ, শিক্ষাবিদ অচিন বিনায়ক, সমাজকর্মী হর্ষ মন্দার, নিখিল দে, ফিরোজ মিঠিবোরয়ালা-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ভারতীয় নাগরিক এই পিটিশন দাখিল করেছেন।

আরও পড়ুন-এবার কি তবে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিচ্ছে বাংলাদেশ?

বিশিষ্টদের পেশ করা পিটিশনে বলা হয়েছে, গাজায় অবরোধের সময় ইজরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের চলমান রপ্তানি ভারতের সংবিধানের ১৪ এবং ২১ অনুচ্ছেদ লঙ্ঘন করছে, যেখানে সমান অধিকার এবং জীবন সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আবেদনে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করে বলা হয়েছে, ভারতের উচিত অবিলম্বে ইজরায়েলকে দেওয়া সাহায্য স্থগিত করা। বিশেষ করে, সামরিক সরঞ্জামসহ অন্যান্য সামরিক সহায়তা বন্ধ করা হোক মানবতার স্বার্থে। গণহত্যা সনদ, আন্তর্জাতিক মানবিক আইন বা সাধারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এই সামরিক সহায়তা ইজরায়েলের সুবিধা করে দিচ্ছে, সুতরাং এই সহায়তা বন্ধ রাখা উচিত। আবেদনে বলা হয়েছে, একটি দেশ যাতে অন্যের উপরে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংঘটিত করতে না পারে, তা দেখার জন্য যে নির্দিষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে, সেই আইন মোতাবেক ভারত এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে না।

Latest article