কুয়ালালামপুর, ১৯ জানুয়ারি : মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে জয় দিয়েই অভিযান শুরু করল ভারত। গতবারের চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা রবিবার ৯ উইকেটে হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে, ভারতীয় বোলারদের দাপটে ১৩.২ ওভারে মাত্র ৪৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ান মেয়েরা। জবাবে ৪.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
আরও পড়ুন-নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার উল্টে মৃত ৭৫
দুই ভারতীয় বোলার ভি জে জোশিথা ও আয়ুশী শুক্লা শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দেন। জোশিথার শিকার ৫ রানে ২ উইকেট। অন্যদিকে, ৬ রানে ২ উইকেট পান আয়ূষী। বাকি কাজটা সারেন পারুল সিসোদিয়া। তিনি ৭ রানে ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’অঙ্কের রান করেছেন মাত্র দু’জন ব্যাটার। পাঁচজন শূন্য রানে আউট হন। পাল্টা ব্যাট করতে নেমে, শুরুতেই গঙ্গাদি তৃষার (৪) উইকেট হারিয়েছিল ভারত। যদিও জি কমলিনী (অপরাজিত ১৬ রান) এবং সানিকা চালকে (অপরাজিত ১৮ রান) ৯৪ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন।