মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র (ISRO) তৈরি পোলার স্যাটেলাইট। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি পাড়ি দেয় সুদূর মহাকাশে। সেই সঙ্গে তৈরি হয় নয়া ইতিহাস। ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়েছে।
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল সংক্ষেপে পিএসএলভি নামে পরিচিত। এই পিএসএলভি সি৬০-এর প্রধান পেলোড হিসাবে রয়েছে দু’টি মহাকাশযান। স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২ নামে দুটি মহাকাশযান ছাড়াও এর রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড। এই অভিযানটি ইসরোর ‘মহাকাশ ডকিং’ মিশনের একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন-ক্ষুদ্রশিল্পে পসার বৃদ্ধি, মেলাভিত্তিক অর্থনীতিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী
ইসরো এর মধ্যেই মহাকাশে নিজস্ব স্টেশন তৈরি করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। মিশনের প্রধান জয়কুমার জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল এই ‘মহাকাশ ডকিং’ মিশন।
এদিন শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেওয়া দু’টি মহাকাশযানই সমান গতিবেগে একই দূরত্ব অতিক্রম করতে পারে। এদিন মহাকাশে পাড়ি দেওয়ার পর ৪৭০ কিলোমিটার উচ্চতায় তারা একই বিন্দুতে মিলিত হয়। কৃষ্ণ জানিয়েছে, যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবীর কক্ষপথে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল-এর পেলোডগুলো সফল প্রতিস্থাপন হয়েছে। পৃথিবীর ওই নির্দিষ্ট কক্ষপথ থেকে পেলোড দুটি মহাকাশ ডকিং মিশনে কাজ শুরু করবে।