অন্যদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে চিতা (Cheetah) নিয়ে এসে দেশে মোদি সরকার প্রাণীগুলিকে নিরাপত্তা দিতে ব্যর্থ। প্রায় প্রতিমাসেই প্রাণ হারাচ্ছে মধ্যপ্রদেশের কুনোর চিতাগুলি। এবার ফের আফ্রিকার দক্ষিণ প্রদেশের বোতসওয়ানা থেকে আটটি চিতা (Cheetah) আনা ভারতে।
শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের চিতা আনার সিদ্ধান্ত হয়েছে। বোতসওয়ানা ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া থেকেও চিতা আনা হবে কুনোতে। আপাতত বোতসওয়ানা থেকে ৮টি চিতা দুটি ধাপে আনা হচ্ছে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্যোগে হয়েছে রাস্তা, ধন্যবাদ জানিয়ে মিছিল স্থানীয়দের
জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটি জানিয়েছে, এই চিতা প্রজেক্টের জন্য এখনও পর্যন্ত ১১২ কোটি টাকা খরচ করা হয়েছে। যার ৬৭ শতাংশ খরচ হয়েছে মধ্যপ্রদেশের কুনোয় চিতার পুনর্বাসনের জন্য। কিছু চিতাকে গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে।
কুনোতে বর্তমানে ২৬টি চিতা রয়েছে। যার মধ্যে খোলা জঙ্গলে বিচরণ করছে ১৬টি ও এনক্লোজারের ভিতরে রয়েছে ১০টি চিতা। প্রতিটি চিতার গলায় কলার আইডি রয়েছে। তা সত্ত্বেও কখনও জঙ্গলের মধ্যে গাড়ির ধাক্কায় চিতার মৃত্যুর খবর মিলছে আবার কখনও চোরা শিকারিদের খপ্পরে পড়ে চিতাগুলির মৃত্যু হচ্ছে।