নাগপুর, ৬ ফেব্রুয়ারি : দেড় বছর ভারতীয় ড্রেসিংরুমে কাটানোর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে টেস্ট অভিষেক হচ্ছে কে এস ভরতের (India vs Australia)। ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার পর আসন্ন টেস্ট সিরিজে কে উইকেটের পিছনে দাঁড়াবেন, তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরতের উপরেই আস্থা রাখছে বলে খবর।
এমনিতে ভারতীয় দলে ভরত ছাড়াও দ্বিতীয় উইকেটকিপার হিসাবে রয়েছেন ঈশান কিসান। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেও নাগপুরে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। তবে রাহুলকে দিয়ে কিপিং করানোর কথা হাওয়ায় ভাসছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে রাহুল প্রচুর চোট পেয়েছেন। তাই পাঁচদিনের ম্যাচে তাঁকে দিয়ে কিপিং করানো ঝুঁকির হয়ে যাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। এক বোর্ড কর্তার কথায়, ‘‘রাহুলের গত এক বছরে অনেকবার চোট লেগেছে। আর টেস্ট ক্রিকেটে প্রয়োজন স্পেশ্যালিস্ট উইকেটকিপার। এই দলে দু’জন কিপার রয়েছে। কে খেলবে সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে রাহুল কিপিং করবে না।’’
আরও পড়ুন-তৃতীয়বারও ভণ্ডুল দিল্লির মেয়র ভোট
ভরত ২০২১-এর মে মাস থেকে অপেক্ষায় আছেন। তিনি লাল বলের কিপার হিসাবেই পরিচিত। ঈশান দলে থাকলেও তিনি মূলত সাদা বলের কিপার। ফলে প্রথম টেস্টে ভারতেরই (India vs Australia) খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে, ভরত যদি কিপার হিসাবে দলে আসেন ও রাহুল শুধু ব্যাটার হিসাবে খেলেন, তাহলে নাগপুরে শুভমন গিলকে হয়তো বসতে হবে। যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের জোড়া সিরিজে অসাধারণ খেলেছেন।