বার্মিংহাম, ৩ জুলাই : লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির যোগ্য উত্তরসূরি কি পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বিরাটের ছেড়ে যাওয়া চার নম্বরে ব্যাট করতে নেমে, এজবাস্টনে শুভমন গিল যে রাজকীয় ইনিংস খেললেন, তাতে স্বপ্ন দেখা যেতেই পারে।
৩৮৭ বলে ২৬৯ রানের ধ্রুপদী ইনিংস খেলে দলকে চালকের আসনে বসিয়ে দিলেন শুভমন। মাত্র ৩১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হলেও, তিনি যে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন, সেটা এদিন বুঝিয়ে দিয়েছেন ২৫ বছর বয়সি টেস্ট অধিনায়ক। শুভমনকে দারুণ সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা। ৮৯ রানের ঝকঝকে ইনিংস এল তাঁর ব্যাট থেকে। ৫৮৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে, স্বস্তিতে নেই ইংল্যান্ড। দিনের শেষে তাদের রান ৩ উইকেটে ৭৭। ক্রিজে রয়েছেন জো রুট (অপরাজিত ১৮ রান) ও হ্যারি ব্রুক (অপরাজিত ৩০ রান)। এখনও ভারতের থেকে ৫১০ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন- কর্পূর: বিশ সাল বাদ খুলছে কেস ফাইল
জসপ্রীত বুমরাকে এজবাস্টনে বিশ্রাম দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে শুরুতেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দেন বুমরার পরিবর্তে খেলতে নামা আকাশ দীপ। নিজের দ্বিতীয় ওভারে পরপর দু’বলে বাংলার পেসার প্যাভিলিয়নে ফেরত পাঠান বেন ডাকেট (০) ও অলি পোপকে (০)। জ্যাক ক্রলিকে (১৯) আউট করেন মহম্মদ সিরাজ। এরপর অবশ্য রুট ও ব্রুকের সৌজন্যে আর কোনও উইকেট পড়েনি। দিনের খেলা শেষ হওয়ার পর শুভমন বলে গেলেন, আমাদের লক্ষ্য কাল দ্রুত এই জুটি ভাঙা। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে ভারত অধিনায়কের বক্তব্য, এই সিরিজের আগে নিজের ব্যাটিংয়ের কিছু বিষয় নিয়ে বাড়তি খেটেছিলাম। সেটা কাজে লাগছে। পুরো সিরিজে এই ফর্ম বজায় রাখতে চাই।
গতকাল যেখানে শেষ করেছিলেন, এদিন ঠিক সেখান থেকেই শুরু করেন শুভমন। এরপর একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে টেস্টে ডাবল সেঞ্চুরি। সুনীল গাভাসকর ও রাহুল দ্রাবিড়ের পর, তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ডাবল সেঞ্চুরি। এখানেই থেমে থাকেননি শুভমন। টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবথেকে বেশি রানের রেকর্ডও এখন তাঁর দখলে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুণে টেস্টে বিরাট কোহলির অপরাজিত ২৫৪ রানের রেকর্ডও টপকে গেলেন।
বেন স্টোকসদের পরিকল্পনা ছিল, প্রথম ঘণ্টাতেই গোটা কয়েক উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়া। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দেন শুভমন-জাদেজা জুটি। লাঞ্চের সামান্য আগে জস টাংয়ের আচমকা লাফিয়ে ওঠা বলে জাদেজা প্যাভিলিয়নে ফিরলেন। কিন্তু ততক্ষণে ২৭৯ বলে গিলের সঙ্গে ২০৩ রানের একটা অসাধারণ পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন। জাদেজা আউট হওয়ার পর, শুভমনকে ভাল সঙ্গ দিলেন ওয়াশিংটন সুন্দরও। অধিনায়কের সঙ্গে ১৪৪ রান যোগ করে ওয়াশিংটন আউট হলেন ব্যক্তিগত ৪২ রানে। তবে শুভমন আউট হওয়ার পরেই দ্রুত গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।