বিশাখাপত্তনম, ১৩ অক্টোবর : দেশের মাটিতে কাপ জয়ের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে জোড়া হারে! ৪ ম্যাচে ভারতের (india vs england) পয়েন্ট মাত্র ৪। ফলে প্রবল চাপে হরমনপ্রীত কৌররা। যা পরিস্থিতি, তাতে শেষ তিনটে ম্যাচ জিততেই হবে বিশ্বকাপের শেষ চারে ওঠার জন্য। এর মধ্যে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচ। যারা টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর প্রবল সমালোচনার মুখে হরমনপ্রীতও। ভারত অধিনায়কের ব্যাটে রান নেই। প্রশ্ন উঠছে তাঁর নেতৃত্ব নিয়েও। প্রশ্ন উঠছে, কেন পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে ভারত (india vs england)? রেণুকা সিং ও রাধা যাদবের মতো দুই অভিজ্ঞ বোলারকে বসিয়ে রাখার জন্যও সমালোচিত হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
দাবি উঠছে হরমনপ্রীতকে নেতৃত্ব থেকে সরানোরও। খারাপ ফর্ম এবং দুর্বোধ্য নেতৃত্বের পাশাপাশি হরমনের বিরুদ্ধে জুনিয়র সতীর্থদের ধমক দেওয়ারও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে রীতিমতো চাপে ভারতীয় শিবির। রবিবার ইংল্যান্ডকে হারাতে পারলে এই চাপ কিছুটা কমবে। কিন্তু হেরে গেলে এবারের মতো বিশ্বকাপ শেষ হরমনপ্রীতদের।
আরও পড়ুন-আমার কপাল ভাল যে মেসির সঙ্গে খেলতে পেরেছি, অকপট এমবাপে