লন্ডন, ১৪ জুলাই : তিনি আত্মবিশ্বাসী ছিলেন। শুভমন গিলের (shubman gill) মনে হয়েছিল শেষ দিনে তাঁরা জয়ের রান তুলে ফেলবেন। কিন্তু সেটা হয়নি।
এজন্য আফসোস আছে। আবার শুভমনের এটাও ভাল লাগছে যে, এটাই টেস্ট ক্রিকেট। পঞ্চম দিনের শেষ সেশনেও এমন টানটান খেলা হল। কিন্তু তাঁর কথায়, ইংল্যান্ড চাপ রেখেছিল। ওরা আমাদের থেকে ভাল খেলেছে।
সকালে যখন অল্প রানের মধ্যে চার উইকেট চলে গেল, তখনও কি জয়ের আশা করছিলেন? শুভমন বললেন, অবশ্যই আশা করছিলাম। কারণ আমাদের দলে নিচের দিকে তখনও ব্যাটসম্যান ছিল। প্রত্যাশিতভাবেই ভারত অধিনায়ক লোয়ার অর্ডার ব্যাটিংয়ের প্রশংসা করলেন। বুমরা-সিরাজ সবাই জাদেজাকে সঙ্গ দিয়েছেন।
জাদেজাকে নিয়ে বলতে গিয়ে শুভমন বললেন, আমরা ড্রেসিংরুম থেকে ওর জন্য কোনও নির্দেশ পাঠাইনি। কেন পাঠাব? এত অভিজ্ঞ। এতদিন খেলছে। জানে কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে। জাদেজা অসাধারণ খেলেছে।
শুভমন মেনে নিলেন প্রথম ইনিংসে ঋষভের রান আউট খুব গুরুত্বপূর্ণ ছিল। তাঁর কথায়, ওই সময় আমরা ৮০-১০০ রান লিড নেব ভেবেছিলাম। তখনই বুঝতে পারছিলাম যে, ১৫০-২০০ রান তাড়া করতে হবে। তাই ৮০-১০০ রানের লিড থাকলে আমাদের সুবিধা হত। আগের দিন শেষ বেলায় পরপর কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় চাপ হয়েছিল। শুভমন বলছেন, আমি জানতাম সকালের একঘণ্টাও খুব চাপের হবে। কিন্তু এমন হয়। কিছু করার নেই।
সিরিজ আপাতত ১-২। শুভমন মানছেন না ফিরে আসার আশা নেই বলে। বললেন, এখনও দু’টি টেস্ট বাকি। আমরা ঠিক ঘুরে দাঁড়াব।
আরও পড়ুন-কল্যাণীতে ডার্বি ম্যাচ ১৯ জুলাই
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…