খেলা

স্মৃতি-প্রতিকার সেঞ্চুরিতে শেষ চারে

মুম্বই, ২৩ অক্টোবর : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দাপটে নিউজিল্যান্ডকে (india vs new zealand) হারিয়েই মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সৌজন্যে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতিকা রাওয়ালের জোড়া সেঞ্চুরি। ভারতের ৪৯ ওভারে করা ৩৪০ রানের বিশাল স্কোর ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য পরিবর্তিত টার্গেট রাখে ৪৪ ওভারে ৩২৫ রানের। জবাবে কিউয়ি মেয়েরা ৪৪ ওভারে করে ৮ উইকেটে ২৭১। বল হাতে ক্রান্তি গৌড়, রেণুকা সিংরা নিউজিল্যান্ড ব্যাটারদের ৫৩ রান দূরে থামিয়ে দেন। এদিনের জয়ের পর ৬ ম্যাচে ৬ পয়েন্ট ভারতের। অন্যদিকে, নিউজিল্যান্ডের ৬ ম্যাচে ৪ পয়েন্ট। শেষ ম্যাচে ভারত হারলে এবং নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা জিতলেও হরমনপ্রীত কৌরদের পয়েন্ট ও নেট রানরেটে কেউ টপকাতে পারবে না। বেশি ম্যাচ জেতার সুবাদে চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ডকে (india vs new zealand) হারাতেই হবে। এই পরিস্থিতিতে হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে নিউজিল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে জ্বলে উঠলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতিকা রাওয়াল। দু’জনের জোড়া সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে ভারত সাড়ে তিনশোর কাছাকাছি রান করে। স্মৃতি ও প্রতিকার জুটিতে তৈরি হল ৯টি নজির। যার মধ্যে পাঁচটি বিশ্বরেকর্ড। মেয়েদের ওয়ান ডে-তে ওপেনার হিসেবে স্মৃতির ৫১৮৬ রান। নিউজিল্যান্ডের সুজি বেটসের ৫০৮৮ রান টপকে বিশ্বরেকর্ড। মেয়েদের ওয়ান ডে-তে দ্রুততম ১০০০ রানের মাইলফলক প্রতিকার। ছুঁলেন অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলারের বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি করে স্মৃতি স্পর্শ করলেন মেগ ল্যানিংয়ের বিশ্বরেকর্ড। এছাড়াও ওয়ান ডে-তে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ৩১ ছক্কা এবং ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে স্মৃতির বিশ্বরেকর্ড।

আরও পড়ুন-বাংলায় কথা বলায় প্রয়াগরাজে আটক মালদহের পরিযায়ী শ্রমিক

৪৮ ওভারে ২ উইকেটে ৩২৯ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখতে হওয়ায় আম্পায়াররা সিদ্ধান্ত নেন ম্যাচ হবে ৪৯ ওভারের। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ভারত করে ৩ উইকেটে ৩৪০। মেয়েদের বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর। তবে ফের বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউজিল্যান্ডের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫।

এদিন শুরুটা সাবধানে করলেও ম্যাচ যত এগিয়েছে ততই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে দুই ভারতীয় ওপেনার স্মৃতি এবং প্রতিকাকে। অভিজ্ঞ মান্ধানাই কিউয়ি বোলারদের আক্রমণের মূল দায়িত্ব নেন। ওপেনিং জুটিতে তাঁরা তুলে ফেলেন ২১২ রান। মাত্র ৯৫ বলে ১০৯ রান করেন স্মৃতি। মারেন ১০ টি চার এবং ৪টি ছক্কা। মান্ধানা ফিরে যাওয়ার পর আগ্রাসী ব্যাটিং করেন প্রতিকা। তাঁর ব্যাট থেকে আসে ১৩৪ বলে ১২২ রানের ইনিংস। ১৩টি বাউন্ডারির পাশাপাশি দু’টি ছয় হাঁকান প্রতিকা।

ফর্ম হাতড়ে বেড়ানো জেমাইমা রডরিগেজকে এদিন দলে ফেরানো হয়। তাঁকে ব্যাটিং অর্ডারে তিনে তুলে আনা হয়। দ্রুত রান তোলার গতি বজায় রেখে ছন্দে ফেরেন জেমাইমা। চার নম্বরে নামা হরমনপ্রীত (১০) বড় শট খেলতে গিয়ে আউট হন। জেমাইমা মাত্র ৫৫ বলে ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ১১টি বাউন্ডারি। এক বলের জন্য ব্যাট করতে নেমে ৪ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ। নিউজিল্যান্ডের কোনও বোলারই সুবিধা করতে পারেননি। জবাবে রেণুকা, ক্রান্তিদের বোলিং কিউয়ি ব্যাটারদের শুরু থেকে চাপে রাখে। ব্রুক হলিডে (৮১) নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন। রেণুকা ও ক্রান্তির ঝুলিতে ২টি করে উইকেট।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago