দুবাই, ২৪ ডিসেম্বর : জল্পনার অবসান। চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলে হবে, সেটা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি। মঙ্গলবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করে দিল তারা। সবার নজর ছিল ভারত-পাকিস্তান (India-Pakistan match) ম্যাচে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী দেশ। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। টুর্নামেন্টের সব ম্যাচই শুরু হবে ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে।
মোট আটটি দল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে। দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। ভারতের গ্রুপে পাকিস্তান (India-Pakistan match) ছাড়াও রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে মোট ১৫টি ম্যাচ হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ভারত অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ ম্যাচ দিয়ে। ২৩ ফেব্রুয়ারি রোহিত শর্মাদের প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের সবকটি ম্যাচই হবে দুবাইয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে ৪ মার্চ। ভেনু দুবাই। অর্থাৎ ভারত যদি শেষ চারে ওঠে, তাহলে তারা এই ম্যাচটা খেলবে। দ্বিতীয় সেমিফাইনালের তারিখ ও ভেনু যথাক্রমে ৫ মার্চ, লাহোর। ফাইনাল ৯ মার্চ। আইসিসি এদিন জানিয়েছে, ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে ম্যাচটা হবে দুবাইয়ে। আবার ভারত যদি ফাইনালে উঠতে ব্যর্থ হয়, তাহলে ম্যাচের ভেনু বদলে হবে লাহোর। ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে ১০ মার্চ।
আরও পড়ুন- রেকর্ড রান তুলে হরমনদের জয়