আজ বিশ্বকাপ ফাইনালে রোহিতদের পক্ষেই বাজি

Must read

ব্রিজটাউন, ২৯ জুন: আইসিসি ট্রফি জয়ের খরা কি কাটবে? অপেক্ষার প্রহর গুণছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শনিবার বারবাডোজের ব্রিজটাউনে টি-২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত (Team India) ও দক্ষিণ আফ্রিকা। দুটো দলই অপরাজিত থেকে ফাইনাল খেলতে নামছে। প্রোটিয়ারা আবার প্রথমবার বিশ্বকাপ ফাইনালে। চিরন্তন ‘চোকার্স’ দুর্নাম ঘোচানোর সুযোগ তাদের সামনে। রোহিতের ভারত সাত মাস আগেই দেশের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ হারিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে। ফরম্যাট বদলেছে। এবার আরও এক বিশ্বকাপ ফাইনালে মেন ইন ব্লু।

আরও পড়ুন- যৌন নিগ্রহের পর নির্যাতিতার মুখ বন্ধ রাখতে টাকা দেন ইয়েদুরাপ্পা! বলছে চার্জশিট

ধারে-ভারে অনেক এগিয়ে ভারত। অধিনায়ক রোহিত শেষ দুটো ম্যাচে দুরন্ত ব্যাটিং করে দলের মেজাজ বদলে দিয়েছেন। ফাইনালেও রোহিতের ব্যাট বড় ভরসা টিম ইন্ডিয়ার (Team India)। জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের নিয়ে ভারতের ধারাল বোলিং আক্রমণ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মন্থর উইকেট, পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগিয়ে টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ম্যাচ জেতাচ্ছেন বুমরা, কুলদীপরা।
আশঙ্কা একটাই! ২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর গত এক দশকে আর আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। বিশ্বকাপ বা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—-বারবার দৌড় থেমে গিয়েছে নক আউটে। শনিবারের ফাইনালের সঙ্গেই শেষ হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ। নেতা রোহিত কি পারবেন দ্রাবিড়কে বিশ্বকাপ উপহার দিতে? অধিনায়ক দ্রাবিড়ের ক্রিকেট জীবনের অভিশপ্ত অধ্যায় ছিল ওয়েস্ট ইন্ডিজে ২০০৭-এর ওয়ান ডে বিশ্বকাপ। বাংলাদেশের কাছে হেরে সে বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। গুরু দ্রাবিড়ের হাত ধরে বার্বাডোজে কাপ জিতলে এত বছরের শাপমুক্তিই ঘটবে না, শচীন-সৌরভ-শেহবাগদের সেই যন্ত্রণার ক্ষতেও প্রলেপ পড়বে।

Latest article