৫ জুলাই, সেন্ট জনস : ২৫ জুন, ১৯৮৩। দোর্দণ্ডপ্রতাপ ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটে লোকগাথা হয়ে রয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের অপরাজিত ১৭৫ রান, ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ফাইনালে মোহিন্দর অমরনাথের ম্যাচের সেরার সম্মান পাওয়া চিরকালীন ইতিহাস। অথচ, ওয়েস্ট ইন্ডিজের সেই দলের তারকা ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস (Andy Roberts) মনে করেন, কপিলের নেতৃত্বে ভারত সেবার বিশ্বকাপ জিতেছিল অনেকটা ভাগ্যের জোরে। প্রাক্তন ক্যারিবিয়ান তারকা জানিয়েছেন, দু-একজন ছাড়া বাকিরা কেউ ছাপ ফেলতে পারেননি।
আরও পড়ুন- জয় দিয়ে শুরু মোহনবাগানের
রবার্টস (Andy Roberts) বলেছেন, ‘‘হ্যাঁ, আমরা ভারতের কাছে বিশ্বকাপ (World Cup Final) ফাইনালে সেবার হেরে যাই। ক্রিকেট হচ্ছে চরম অনিশ্চয়তার খেলা। কখনও আপনি জিতবেন, আবার কখনও হারতে হবে। আমরা কিন্তু ’৮৩-র বিশ্বকাপে একটা ভাল দলের বিরুদ্ধে পর্যুদস্ত হইনি। ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনাকে ম্যাচের বিভিন্ন মুহূর্তে ফর্মের শীর্ষে থাকতে হবে। মানুষ কিন্তু ক্রিকেটকে ভাগ্য ও সুযোগের খেলা হিসেবে দেখে না। ম্যাচের রেজাল্টই সবাই মনে রাখে।’’
ক্যারিবিয়ান কিংবদন্তি আরও বলেন, ‘‘আমরা ফর্মে ছিলাম। কিন্তু এক-দুটো দিন খারাপ গিয়েছে। সেটা ভারতের বিরুদ্ধেই। ভাগ্য ওদের সঙ্গে ছিল। আমাদের দুর্দান্ত দল ১৯৮৩ বিশ্বকাপে দুটো ম্যাচ হারে এবং দুটোই ভারতের বিরুদ্ধে। কয়েক মাস পর আমরাই ৬-০ তে ওদের বিরুদ্ধে সিরিজ জিতি। ভাগ্য ওদের সঙ্গে ছিল বলেই আমরা ১৮০-র মতো রানে অলআউট হয়ে যাই।’’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…