রোসেউ, ১৪ জুলাই : জাদেজার বলে লাইন মিস করে জুনিয়র চন্দ্রপল (৭) এলবি হয়েছেন। আউট হওয়ার পর রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে রক্ষা হয়নি। এরপর অশ্বিনের বলে ব্রেথওয়েট (৭) যখন ফিরে গেলেন, ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ২২ (India vs West Indies)। আর এই লেখার সময় চা পানের বিরতি। ক্যারিবিয়ানদের রান ২৭/২। এখনও তারা ২৪৪ রানে পিছিয়ে।
২৭১ রানের বোঝা কাঁধে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে গোটা ওয়েস্ট ইন্ডিজ দলটাই চাপে। এই চাপ বৃদ্ধি পেয়েছে উইকেটের জন্য। রাকিম কর্নওয়াল অনেকটা বল ঘুরিয়েছেন। তাতে দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। ক্যারিবিয়ানদের জন্য তাহলে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে। সিরাজ আর উনাদকাটকে দিয়ে দুই-দুই চার ওভার বল করিয়ে রোহিত নিয়ে এসেছিলেন জাদেজা-অশ্বিনকে। দুজনেই উইকেট নিয়েছেন।
সকালের দু’ঘণ্টায় ভারত এদিন ২ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছিল। পরিস্থিতির বিচারে রানটা আরও দ্রুত উঠতে পারত। কিন্তু রোহিতদের কোনও তাড়া ছিল না। ততক্ষণে বড় রানের লিড হয়ে গিয়েছিল। আর উইকেটও টার্ন নিচ্ছে। চায়ের আগে এই ম্যাচের যা অবস্থা তাতে রোহিতরা যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন, তাহলে সেটাই হবে আশ্চর্যের বিষয়।
যশস্বী জয়সওয়াল যখন আউট হলেন, বোর্ডে ভারতের (India vs West Indies) রান ৩৫০। তার ঠিক ৬ রান বাদেই ফিরে যান অজিঙ্ক রাহানে। যশস্বী যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল রানটা দুশো পার করবে। যশস্বীর ১৭১ রানের ইনিংসে বাউন্ডারি ১৬টি। ছক্কা ১টি। খেলেছেন ৩৮৭ বল। প্রথম টেস্টেই তিনি যেভাবে উইকেটে টিকে থাকার মানসিকতা দেখিয়েছেন, সেটা প্রাক্তনদের
তারিফ কুড়িয়েছে।
উইকেট ফেলতে না পেরে ক্রেগ ব্রেথওয়েট নিজেকে নিয়ে ন’জন বোলারকে ব্যবহার করেছেন। কিন্তু কেউ উইন্ডসর পার্কের স্লো উইকেটে সুবিধা করতে পারেননি। একমাত্র কেমার রোচকে কিছুটা কৃপণ দেখিয়েছে। রাহানের (৩) উইকেট তিনি নিয়েছেন।
যশস্বী ও রাহানে সকালে তাড়াতাড়ি ফিরে গেলেও বিরাট কোহলির কোনও তাড়া ছিল না। খেললেন নিজের মেজাজে। লাঞ্চে বিরাট নট আউট ছিলেন ৭২ রানে। ১৭০ বল খেলে তিনি এই রান করেছিলেন। যেটা উল্লেখ্য, বিরাট লাঞ্চ পর্যন্ত মোটে পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন। এতে একটা বিষয় খুব স্পষ্ট ছিল, কিং কোহলি চোয়াল কষে বড় রানের দিকে এগিয়েছেন। কিন্তু রানটা আর বেশি এগোয়নি। কর্নওয়ালের বল এতটা টার্ন করবে তিনি ভাবেননি। তাঁকে উইকেট দিয়ে চলে গেলেন বিরাট (৭৬)।
ভারত অবশ্য এরপর আর ইনিংসকে বেশিদূর টেনে নিয়ে যায়নি। রোহিত শেষপর্যন্ত পাঁচ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে দেন। রবীন্দ্র জাদেজা ৩৭ ও ঈশান কিসান তখন ১ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন- পৃথিবী ছেড়ে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩, কতদিনের যাত্রা?
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…