লাহোর, ৮ ফেব্রুয়ারি : শুধু চ্যাম্পিয়ন হলেই চলবে না, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও হারাতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহম্মদ রিজওয়ানদের পরিষ্কার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলবেন রিজওয়ানরা। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধনে ভাষণ দিতে গিয়ে শরিফ বলেন, ‘‘আমাদের দল খুবই শক্তিশালী। সাম্প্রতিক অতীতে দলের পারফরম্যান্সও খুব ভাল। তবে আমাদের সত্যিকারের চ্যালেঞ্জ হল, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, দুবাইয়ে আয়োজিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও হারাতে হবে।’’ পাক প্রধানমন্ত্রী আরও যোগ করেছেন, ‘‘২৯ বছর পর পাকিস্তানের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট হচ্ছে। জাতীয় দলের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত, আমাদের ক্রিকেটাররা কাপ জিতে গোটা দেশকে গর্বিত করবে।’’
আরও পড়ুন-ফিডের টুর্নামেন্টে আর খেলবেন না কার্লসেন
গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিল গোটা পাকিস্তান দল। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের নতুন জার্সি উন্মোচিত হয়। উপস্থিত ছিলেন পিসিবির শীর্ষ কর্তারও। তবে ওই অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি দলগুলোর জাতীয় পতাকা থাকলেও, উল্লেখযোগ্য ভাবে ভারতের তেরঙ্গা দেখা যায়নি। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের দল নিয়ে একেবারেই খুশি নন প্রাক্তন পাক ক্রিকেট তারকারা। কিংবদন্তি ওয়াসিম আক্রম তো প্রকাশ্যেই তোপ দেগেছেন পাক নির্বাচকদের। যদিও রিজওয়ান জানাচ্ছেন, তিনি দল নিয়ে খুশি।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…