জেড্ডা, ২৫ নভেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক করবে ভারত। এমনটাই বিশ্বাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌদি আরবের জেড্ডায় আইপিএলে মেগা নিলামে দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্রতিনিধি সৌরভ। কিন্তু তাঁর মন পড়ে রয়েছে বর্ডার-গাভাসকর সিরিজে। সোমবার জসপ্রীত বুমরাদের ঐতিহাসিক জয়ের খবর পেতেই উচ্ছ্বাসে ভেসে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন-অস্ট্রেলিয়াকে টপকে ফের শীর্ষে ভারত
নিলামের ফাঁকে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘‘বড় মঞ্চে বড় পারফরম্যান্স। এটাই তো ভারতীয় ক্রিকেট। বুমরা-বিরাট প্রত্যেকেই দুর্দান্ত খেলেছে। আলাদা করে যশস্বীর কথাও বলতে হবে। মাত্র ২২ বছর বয়স। এটা ওর প্রথম অস্ট্রেলিয়া সফর। অথচ কী দুর্দান্ত ব্যাট করল। ভাল লেগেছে নীতীশ রেড্ডিকেও।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে। সৌরভ আরও বলেছেন, ‘‘এখনও অনেকটা পথ এগোতে হবে। সিরিজে আরও চারটে টেস্ট রয়েছে। আমার মতে, অ্যাডিলেডে পরের টেস্ট ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ওটা দিন-রাতের টেস্ট। এই টেস্টটা আমাদের জিততেই হবে। পিঙ্ক বলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে ভারতীয় ব্যাটারদের। আমার দৃঢ় বিশ্বাস ভারত এবারও বর্ডার-গাভাসকর সিরিজ জিতবে।’’